সূচি
সাক্ষ্য আই
বিষয় ধারা
প্রস্তাবনা
১। একত্রীকরণ
২। সংঙ্গা
৩। সামগ্রিক আইন কিনা
প্রথম খণ্ড
ঘটনার প্রাসঙ্গিকতা
প্রথম অধ্যায়
প্রাথমিক বিষয়
১। সংক্ষিপ্ত শিরনামা, আওতা, কার্যকারিতা ও আরম্ভ বিচারাদালত
২। বাতিল
৩। প্রসঙ্গক্রমে অন্যরূপ উদ্দেশ্য প্রকাশ না পাইলে অত্র আইনে নিম্নলিখিত অর্থে ব্যবহৃত হইবে
আদালত
জজ
ম্যাজিস্ট্রেট
প্রাসঙ্গিক
বিচার্য বিষয়
দলিল
সাক্ষ্য
ফৌজদারী মামলায় অবস্থাগত সাক্ষ্যের মূলনীতিসমূহ
ভারতে তথ্য প্রযুক্তি প্রাসঙ্গিকতা
প্রমাণিত
মিথ্যা প্রমাণিত
মিথ্যা প্রমাণিত
অপ্রমাণিত
দেওয়ানী এবং ফৌজদারী মামলায় সাক্ষ্যের প্রভেদ
৪। প্রাগধারণা করিতে পারেন
"প্রাগধারণা করিবেন"
"নিশ্চায়ক প্রমাণ"
দ্বিতীয় অধ্যায়
বিষয়ের প্রাসঙ্গিকতা
৫। বিচার্য ঘটনা ও প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে
৬। যে সমস্ত ঘটনা একই কার্যের অংশ সেইগুলির প্রাসঙ্গিকতা
৭। যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনায় উপলক্ষ, কারণ বা পরিণাম
৮। অভিপ্রায়, প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ
অভিপ্রায়
প্রস্তুতি
আচরণ
আচরণের অংশ হিসাবে নীরবতা
৯। প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য আবশ্যকীয় ঘটনা
১০। অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ
১০ ধারার বিধান প্রয়োগে বিবেচন্য
১০ ধারার বিধানের কতিপয় ব্যতিক্রম
১১। যে সমস্ত ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নহে, সেইগুলি যখন প্রাসঙ্গিক হয়
অধিক সম্ভাব্যতা অথবা অসম্ভাবনা
আসামীর অন্যত্র স্থিতি
১২। ক্ষতিপূরণের মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে, সেইগুলি প্রাসঙ্গিক
১৩। যখন অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উঠে, তখন যে সমস্ত ঘটনা প্রাসঙ্গিক
নীতি
অধিকার
প্রমান প্রমাণের জন্য দুইটি বিষয় আবশ্যক
১৪। যে সমস্ত ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে
১৫। কোন কাজ আকস্মিক অথবা ইচ্ছাকৃত এই প্রশ্নে যে সমস্ত ঘটনার প্রভাব থাকে
১৬। কাজের ক্ষেত্রে কোন রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক
কাজের ধারা
নিবন্ধিত চিঠি
স্বীকৃতি
১৭। স্বীকৃতি সংজ্ঞা
১৮। স্বীকৃতি
১৯। মামলার পক্ষের সহিত যাহার সম্পর্ক অবশ্যই প্রমাণ করিতে হইবে এইরূপ ব্যক্তির স্বীকৃতি
২০। মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লিখিত ব্যক্তির স্বীকৃতি
২১। যে ব্যক্তি স্বীকার করে বা যাহার পক্ষ হইতে স্বীকার করা হয় তাহার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ
২২। দলিলের অন্তর্ভূক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক
২৩। দেওয়ানী মামলায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক
২৪। প্রলোভন দেখাইয়া, ভীতি প্রদর্শন করিয়া বা প্রতিশ্রুতি দিয়া স্বীকারোক্তি আদায় করা হইলে ফৌজদারী মামলায় যখন তাহা প্রাসঙ্গিক
২৫। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রদান করা হইবে না
২৬। আসামী পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত স্বীকারোক্তি তাহার বিরুদ্ধে প্রমাণ করা চলিবে না
২৭। আসামীর নিকট হইতে প্রাপ্ত যতটা প্রমাণ করা যাইতে পারে
২৮। প্রলোভন, ভীত ও প্রতিশ্রুতিজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক
২৯। দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হইলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদির দরুন তাহা অপ্রাসঙ্গিক হইবে না
৩০। প্রমাণিত যে স্বীকারোক্তি উক্ত স্বীকারোক্তিকারকও তাহার সহিত একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে তাহা বিবেজনা
৩১। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, তবে প্রমাণে বাধা সৃষ্টি করিতে পারে
যে সকল লোককে সাক্ষীরূপে আহবান
করা যায় না তাহাদের বিবৃত
৩২। যে ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি হইয়াছে প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে তাহার বিবৃতি যে সমস্ত ক্ষেত্রে প্রাসঙ্গিক
৩৩। কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা
বিশেষ অবস্থায় প্রদত্ত বিবৃতি
৩৪। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক
৩৫। কর্তব্য সম্পাদন পসঙ্গে সরকারী দলিলে লিপিবদ্ধ বিষয়ের প্রাসঙ্গিকতা
৩৬। মানচিত্র, চার্ট পরিকল্পনায় প্রকাশিত বিবৃতির প্রাসঙ্গিকতা
৩৭। কোন কোন আইন বা বিজ্ঞপ্তিতে সাধারণের জ্ঞাতব্য ধরনের সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা
৩৮। আইনগ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা
বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করিতে হইবে
৩৯। বিবৃতি যখন কোন কথোপকথন, দলিল, গ্রন্থ অথবা পত্র বা কাগজ সমষ্টির অংশবিশেষ হয় তখন কি সাক্ষ্য দিতে হইবে
বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক
৪০। দ্বিতীয় মামলায় বিচার নিষিদ্ধ করিবার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক
৪১। প্রবেট, এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে কোন রায়ের প্রাসঙ্গিকতা
৪২। ৪১ ধারায় উল্লিখিত রায় ব্যতীত কোন কোন রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতা ও পরিমাণ
৪৩। ৪০ হইতে ৪২ ধারায় উল্লেখিত রায় ইত্যাদি ব্যতীত অন্যান্য রায় ইত্যাদি যখন প্রাসঙ্গিক
৪৪। রায় প্রদানের জন্য প্রবঞ্চনা বা ষড়যন্ত্র অথবা আদালতের অযোগ্যতা প্রমাণ করা যাইতে পারে
তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক
৪৫। বিশারদের অভিমত
৪৬। বিশারদের অভিমতের সহিত সংশ্লিষ্ট ঘটনা
৪৭। হস্তলিপি সম্পর্কে অভিমত সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক
৪৮। অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রসাঙ্গিক
৪৯। প্রচলিত রীতিনীতি ইত্যাদি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক
৫০। আত্মীয়তা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক
৫১। অভিমতের হেতু যখন প্রাসঙ্গিক
চরিত্র যখন প্রাসঙ্গিক
৫২। দেওয়ানী মামলায় কথিত আচরণ প্রমাণ করিবার জন্য চরিত্র প্রাসঙ্গিক
৫৩। ফৌজদারী মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক
৫৪। পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নহে
৫৫। ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব
দ্বিতীয় খণ্ড
প্রমাণ
তৃতীয় অধ্যায়
যে সমস্ত ঘটনা প্রমাণ করিবার প্রয়োজন নাই
৫৬। যে সমস্ত ঘটনা বিচারকের দৃষ্টিগোচরে লওয়ার যোগ্য সেইগুলির প্রমাণ করিবার প্রয়োজন নাই
৫৭। যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসাবে দৃষ্টি গোচরে লইতে হইবে
৫৮। স্বীকৃত ঘটনা প্রমাণ করিবার প্রয়োজন নাই যেসব ক্ষেত্রসমূহের স্বীকৃতি মূল্যহীন
চতুর্থ অধ্যায়
মৌখিক সাক্ষ্য
৫৯। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ
৬০। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হইবে
পঞ্চশ অধ্যায়
দালিলিক সাক্ষ্য
৬১। দলিলের বিষয়বস্তুর প্রমাণ
৬২। প্রাথমিক সাক্ষ্য
৬৩। মাধ্যমিক সাক্ষ্য
৬৪। প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ
৬৫। যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে
৬৬। দাখিলকৃত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলিয়া কথিত ব্যক্তির স্বাক্ষর ও হস্তাক্ষরের প্রমাণ
৬৮। যে দলিল প্রত্যায়িত করা আইনতঃ প্রয়োজন, তাহা সম্পাদনের প্রমাণ
৬৯। যেইক্ষেত্রে প্রত্যায়নকারী সাক্ষী পাওয়া যায় না, সেইক্ষেত্রে প্রমাণ
৭০। প্রত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি সম্পাদনের স্বীকৃতি যেভাবে হইয়া থাকে
৭১। প্রত্যায়নকারী সাক্ষী দলিল সম্পাদক অস্বীকার করিলে সেইক্ষেত্রে প্রমাণ
৭২। যে দলিল প্রত্যায়িত করা আইনতঃ প্রয়োজন নহে উহার প্রমাণ
৭৩। স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, লিখন বা সীলের সহিত অন্য কোন স্বাক্ষর বা সীলের তুলনা
সরকারী দস্তাবেজ
৭৪। সরকারী দলিল
৭৫। বেসরকারী দলিল
৭৬। সরকারী দলিলের সহিমোহর নকল
৭৭। সহিমোহর নজল উপস্থিত করিয়া দলিলের প্রমাণ
৭৮। অন্যান্য সরকারী দলিল প্রমাণ
দলিল সম্পর্কে অনুমান
৯। সহিমোহর নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান
৮০। লিপিবদ্ধ সাক্ষ্য হিসাবে উপস্থাপিত দলিল সম্পর্কে অনুমান
৮১। গেজেট, সংবাদপত্র, সংসদের বেসরকারী অইন ও অন্যান্য দলিল সম্পর্কে অনুমান
৮২। ইংল্যান্ডে যে সমস্ত দলিল, সীল ও স্বাক্ষর প্রমাণ ব্যতীত গ্রাহ্য হয়, সেই সবগুলি সম্পর্কে অনুমান
৮৩। সরকারী কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান
৮৪। আইন ও আদালতের সিদ্ধান্তের প্রতিবেদন সংকলন সম্পর্কে অনুমান
৮৫। আমমোক্তারনামা সম্পর্কে অনুমান
৮৬। বিদেশী বিচার বিভাগীয় নথিপত্রের সহিমোহর নকল সম্পর্কে অনুমান
৮৭। পুস্তক, মানচিত্র ও চার্ট সম্পর্কে অনুমান
৮৮। তারবার্তা সম্পর্কে অনুমান
৮৯। উপস্থাপিত হয় নাই এইরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান
৯০। ত্রিশ বৎসরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান পুরাতন দলিল
যেই সমস্ত দলিল সম্পর্কে অনুমান প্রযোজ্য
৩০ বৎসরের পুরাতন দলিল বলিয়া প্রতীয়মান হয়
হেফাজত প্রমাণ
আদালত ধরিয়া লইতে পারেন
স্বাক্ষর
এই ধারার বিধান প্রয়োগে সাবধানতা
ষষ্ঠ অধ্যায়
দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন
৯১। চুক্তি, সম্পত্তির স্বত্বাধিকার, দান বা অন্যবিধ বিলি ব্যবস্থার শর্তাবলী দলিলের আকারে লিপিবদ্ধ হইলে সেই সম্পর্কে সাক্ষ্য
৯২। মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন
৯৩। দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের সাক্ষ্য বর্জন
৯৪। বিদ্যমান ঘটনা দলিল প্রয়োগের বিরুদ্ধে সাক্ষ্য বর্জন
৯৫। বিদ্যমান ঘটনা প্রসঙ্গে অর্থহীন দলিল সম্পর্কে সাক্ষ্য
৯৬। কতিপয় ব্যক্তির মধ্যে কেবল একজনের প্রতি প্রযোজ্য ভাষা প্রয়োগ সম্পর্কে সাক্ষ্য
৯৭। দুইটি ঘটনা সমষ্টির মধ্যে একটির প্রতিও যেই ভাষা সম্পূর্ণ ও সঠিকভাবে প্রযোজ্য নহে, উহার একটির প্রতি উহা প্রয়োগ সম্পর্কে সাক্ষ্য
৯৮। অস্পষ্ট বর্ণলিপি ইত্যাদি সম্পর্কে সাক্ষ্য
৯৯। দলিলের শর্তাবলী পরিবর্তনের চুক্তি সম্পর্কে সাক্ষ্যকে দিতে পারে
১০০। উইল সম্পর্কে উত্তরাধিকার আইনের বিধানসমূহ সংরক্ষণ
তৃতীয় খণ্ড
সাক্ষ্য উপস্থাপন ও উহার ফল
সপ্তম অধ্যায়
প্রমাণের দায়িত্ব
১০১। প্রমাণের দায়িত্ব
প্রমাণের দায়িত্ব
ফৌজদারী মামলায় প্রমাণের দায়িত্ব
প্রমাণের ভার পরিবর্তন
১০২। প্রমাণের দায়িত্ব যাহার উপর ন্যস্ত থাকে
১০৩। কোন নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব
১০৪। সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য যে ঘটনা প্রমাণ করিতে হইবে তাহা প্রমাণের দায়িত্ব
১০৫। আসামীর মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তাহা প্রমাণের দায়িত্ব
১০৬। যে ঘটনা বিশেষভাবে কাহারও জ্ঞানের গোচরে থাকে তাহা প্রমাণের দায়িত্ব
১০৭। যে ব্যক্তি জীবিত বলিয়া ত্রিশ বৎসর যাবত জ্ঞাত আছে তাহার মৃত্যুর প্রমাণের দায়িত্ব
১০৮। যে ব্যক্তি সম্পর্কে সাত বৎসর পর্যন্ত কোন খবর পাওয়া যায় নাই যে, জীবিত আছে তাহা প্রমাণের দায়িত্ব
১০৯। অংশীদারগণের মধ্যে, জমিদার ও প্রজার মধ্যে মালিক ও প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব
১১০। মালিকানা প্রমাণের দায়িত্ব
১১১। যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক সেইক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণ
১১২। বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই উহার বৈধতার চূড়ান্ত প্রমাণ
১১৩। কোন ভূখন্ডের স্বত্ব সমর্পণের প্রমাণ
১১৪। আদালত কতিপয় ঘটনার অনুমান করিতে পারেন
অনুমান
আইন সন্বন্ধীয় অনুমান বিষয় সম্বন্ধীয় অনুমান হইতে নিম্নোক্তভাবে পৃথক
প্রাকৃতিক ঘটনাবলীর স্বাভাবিক ধারা
মানবিক আচরণ
ব্যক্তিগত বা গণব্যবসায়ের স্বাভাবিক ধারা
অষ্টম অধ্যায়
প্রতিবন্ধকতা
১১৫। স্বীকৃতি বাধা
প্রতিবন্ধকতার উপাদান
প্রতিবন্ধকতা ও দোবারা
প্রতিবন্ধকতা এবং দাবি পরিত্যাগ
প্রতিবন্ধকতার প্রকারভেদ
ফৌজদারী মামলায় স্বীকৃতির প্রতিবন্ধকতা নাই
অন্যান্য নজির
১১৬। প্রজার ক্ষেত্রে স্বীকৃতির বাধা : দখলকারীর অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে স্বীকৃতির বাধা
রায়ত ভাড়াটিয়া বা অনুমতি দখলকার
রায়তী স্বত্ব বিদ্যমান থাকাবস্থায়
রায়তী স্বত্বের প্রারম্ভে
রায়তের মাধ্যমে দাবিদার ব্যক্তি
রায়তী স্বত্বের উৎপত্তি
চুক্তিজনিত স্বীকৃতির বাধা
সেসমস্ত ক্ষেত্রে রায়ত নিবৃত্ত নহে
রায়তী স্বত্ব নির্ধারণ
১১৭। বরাত চিঠির স্বীকৃতিদাতা, গচ্ছিতগ্রহীতা এবং অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে স্বীকৃতির বাধা
নবম অধ্যায়
সাক্ষী
১১৮। যে সাক্ষ্য দিতে পারে
সাক্ষ্য দিবার যোগ্যতা নির্ধারণ
অস্থির মস্তিষ্কসম্পন্ন লোক কখন সাক্ষ্য দিতে পারে
শিশু সাক্ষীর যোগ্যতা নির্ধারণ
শিশু সাক্ষী সম্পর্কিত নজির
মামলার পক্ষ এবং আহূত সাক্ষীর সাক্ষ্য
১১৯। বোবা সাক্ষী
১২০। দেওয়ানী মামলার পক্ষবৃন্দ এবং তাহাদের স্ত্রী বা স্বামী; ফৌজদারী মামলার বিচারাধীন ব্যক্তির স্বামী বা স্ত্রী
১২১। জজ ও ম্যাজিষ্ট্রেটগণ
বিচারকের স্বীয় মামলায় সাক্ষ্য
বিচারাদালতকে উচ্চাদালতের প্রশ্ন করিবার ক্ষমতা
১২২। বিবাহ স্থির থাকাকালীন পত্রালাপ
বার্তা প্রকাশে বাধা করা
বিবাহকালীন সময়
ব্যক্ত করিতে অনুমতি দেয়
১২৩। রাষ্ট্রীয় ব্যাপার সম্পর্কে সাক্ষ্য
অপ্রকাশিত সরকারী নথি
রাষ্ট্রীয় বিষয় সম্পর্কিত
বিভাগীয় প্রধানের অনুমতি
বিশেষ সুবিধার প্রশ্ন নির্ধারণ
১২৪। সরকারী পর্যায়ের পত্রালাপ
সরকারী কর্মচারী
কোন সরকারী কর্মকর্তাকে ফাঁস করিতে বাধ্য করা যাইবে না
সরকারী গোপনীয়তা
১২৩ এবং ১২৪ ধারার মধ্যে পার্থক্য
১২৫। সংঘটন সম্পর্কে সংবাদ
অপরাধ বা সরকারী রাজস্ব সংক্রান্ত অপরাধ
বিশেষ সুবিধা পরিত্যাগ
১২৬। পেশা সম্পর্কিত পত্রালাপ
নিয়োগের কোন সময়
১২৭। দোভাষী ইত্যাদির ক্ষেত্রে ১২৬ ধারার প্রয়োগ
১২৮। স্বত্বঃপ্রণোদিত হইয়া সাক্ষ্য দিবার ফলে বিশেষ সুবিধা পরিত্যাক্ত হয় না
১২৯। আইন উপদেষ্টার সহিত গোপন পত্রালাপ
১৩০। মামলার পক্ষ নহে এইরূপ সাক্ষীর স্বত্বের দলিল উপস্থাপন
১৩১। যে দলিল অপর কোন ব্যক্তির দখলে থাকিলে সে তাহা দাখিল করিত না, উক্ত দলিল দাখিলের অস্বীকৃতি
১৩২। কোন প্রশ্নের উত্তরে সাক্ষীকে অপরাধের সহিত জড়িত করিবে, এই অজুহাতে সাক্ষীকে উত্তর প্রদান করা হইতে অব্যাহতি দেয়া যায় না
১৩৩। সহযোগী
দুষ্কর্মের সহযোগীকে
ধারা ১১৪-খ এবং বর্তমান ধারা
দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য সমর্থনের প্রয়োজনীয়তা
১৩৪। সাক্ষীর সংখ্যা
দশম অধ্যায়
সাক্ষীর সাক্ষ্য গ্রহণ
১৩৫। সাক্ষিগণকে হাজির করা ও সাক্ষ্য গ্রহণ করিবার ক্রম
দেওয়ানী মামলায় সাক্ষ্য গ্রহণ
ফৌজদারী মামলায় সাক্ষ্য গ্রহণ
কমিশনে সাক্ষ্য গ্রহণ
আদালতের স্ববিবেচনা
১৩৬। জজ কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করিবেন
১৩৭। জবানবন্দি, জেরা ও পুনঃজবানবন্দি
১৩৮। সাক্ষ্য গ্রহণের ক্রম, পুনঃজবানবন্দি গ্রহণের ক্রম
সাক্ষীর জবানবন্দি
জবানবন্দিকরণের পল ব্রাউনের সোনালী নীতি
জেরা
দেমীয় আইন এবং জেরার অধিকার
হলফনামা ও জেরার অধিকার
জেরার অধিকার ও সুযোগ
ফৌজদারী মামলায় জেরার অধিকার
আদালতের সাক্ষীকে জেরার অধিকার
জেরা বর্জন ও ফলাফল
জবানবন্দি ব্যতীত জেরা হয় না
জেরার অধিকার কাহার
দলিল উপস্থাপনের জন্য আহূত ব্যক্তির জেরা
নিজের সাক্ষীকে জেরার অধিকার
জেরা না করার পরিণতি
জেরায় কর্তব্য ও নিষিদ্ধ
জেরার নীতি
একজন ওল্ড ব্যারিস্টারের নীতি
ডেভিসের জেরার নীতি
করনেলিসের জেরার নীতি
জনসনের "জেরায় মৌলিক নীতি"
অন্যান্য নীতি
পুনঃজবানবন্দি
সমস্ত সাক্ষীদের একই দিনে তলব করা
পুনঃজবানবন্দি
সমস্ত সাক্ষীদের একই দিনে তলব করা
পুনঃজেরার আবেদন খারিজ
পুনঃজেরা
নজির
১৩৯। দলিল দাখিলের জন্য আহূত ব্যক্তির জেরা
১৪০। চরিত্র সম্পর্কে সাক্ষ্য
১৪১। ইঙ্গিতবাহী প্রশ্ন
১৪২। উক্তরূপ প্রশ্ন যখন অবশ্যই করা যাইবে না
১৪৩। উক্তরূপ প্রশ্ন যখন করা যাইতে পারে
১৪৪। লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য
১৪৫। পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা
লিখিত বিবৃতি
অসঙ্গতি প্রদর্শন
এজাহার
সোপর্দকারী আদালতে প্রদত্ত বিবৃতি
পুলিশের নিকট প্রদত্ত বিবৃতি
১৪৬। জেরায় আইনসঙ্গত প্রশ্ন
১৪৭। সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করিতে হইবে
১৪৮। যখন প্রশ্ন করিতে হইবে এবং সাক্ষী যখন উত্তর দিতে বাধ্য তাহা আদালত নির্ধারণ করিবেন
১৪৯। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাইবে না
১৫০। যুক্তিগঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হইলে সেইক্ষেত্রে আদালতের কার্য পদ্ধতি
১৫১। অশ্লীল ও কেলেঙ্কারীজনক প্রশ্ন
১৫২। অপমান বা বিরক্তি করিবার উদ্দেশ্যমূলক প্রশ্ন
১৫৩। সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হইলে উহার উত্তরের বিরোধিতা করিবার সাক্ষ্য বর্জন
১৫৪। কোন পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা
বিধিবদ্ধ নিয়ম
আহূত সাক্ষীকে জেরার অধিকার
আদালতের অনুমতি
সাক্ষীকে জেরায় লওয়া
বিরুদ্ধপক্ষ কর্তৃক জেরাকালীন বৈরিতা দেখা গেলে
কমিশনে সাক্ষ্যকালীন বৈরী হইলে
বৈরী সাক্ষীকে জেরার বিস্তৃতি
বৈরী সাক্ষীর সাক্ষ্যের মূল্য
সত্যায়নকারী সাক্ষী বৈরী হইলে তাহার জেরা
বৈরী সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা
নজির
১৫৫। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ
১৫৬। প্রাসঙ্গিক ঘটনা সমর্থন করিবার উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য
১৫৭। এই ঘটনা সম্পর্কে পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে
১৫৮। প্রমাণিক যেসব বিবৃতি ৩২ ও ৩৩ ধারা অনুসারে প্রাসঙ্গিক সেইগুলি সম্পর্কে যেই সমস্ত বিষয় প্রমাণ করা যাইতে পারে
১৫৯। স্মৃতি পুনরুজ্জীবিত করা
১৬০। ১৫৯ ধারায় উল্লিখিত দলিলে বর্ণিত ঘটনা সম্পর্কে সাক্ষ্য
১৬১। স্মৃতি পুনরুজ্জীবিত করিবার উদ্দেশ্যে ব্যবহৃত কোন লিখন সম্পর্কে বিরুদ্ধপক্ষের অধিকার
তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরী
১৬২। দলিল দাখিল
দলিলের অনুবাদ
১৬৩। তলবকৃত এবং নোটিশ মোতাবেক দাখিলকৃত দলিল সাক্ষ হিসাবে দেওয়া
১৬৪। নোটিশ দেওয়া সত্ত্বেও যে দলিল উপস্থিত করিতে অস্বীকার করা হইয়াছে তাহা সাক্ষ্য হিসাবে ব্যবহার বর্তমান ধারায় বিধান ফৌজদারী মামলার ক্ষেত্রে প্রযোজ্য নহে
১৬৫। জজ কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা করিবার বা কিছু দাখিল করিবার আদেশ প্রদানের ক্ষমতা
১৬৬। জুরি বা এ্যাসেসরগণ কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা করিবার ক্ষমতা
একাদশ অধ্যায়
অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ এবং অগ্রাহ্য করা
১৬৭। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হইলে তজ্জন্য নূতন করিয়া বিচার হইবে না