সম্পত্তি হস্তান্তর পদ্ধতিতে বৌদ্ধ আইন
প্রচলিত বৌদ্ধ আইনে বর্ণিত বিধানমতে কোনও দানকার্যকে যথার্থভাবে সিন্ধ (বৈধ) করতে হলে দখল অর্পণ করার বিষয়টি একান্তভাবে আবশ্যক হয়ে পড়ে। কেননা বৌদ্ধ আইনের অনুরূপ বিধান সম্পর্কে ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইনের ১২৩ ধারা রদ ও রহিত করে দিয়েছে। কাজেই বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দখল ব্যাতিরেকে শুধুমাত্র রেজিষ্ট্রী দলিল মারফত সম্পত্তি হস্তান্তর করণ বিষয়টি সুসম্পন্ন করতে পারে [75 IC 166]।
সূত্র: বাংলাদেশের উপজাতিদের আইন- রামকান্ত সিংহ, ২০০৩
সৌজন্যে: প্যান লোকালাইজেশন প্রোজেক্ট