বাস্তুভিটা সংক্রান্ত আইন

 

"বাস্তু" অর্থ এক বিঘার (৩৩ শতাংশ) অধিক নহে এমন একটি এলাকা জুড়ে বাসস্থান, বহিগৃহ, আঙ্গিনা, বাগান, পুকুর ও তৎসংযুক্ত ঘেরা জায়গাসহ একটি বাসগৃহ;

 

গ্রামাঞ্চলে কোন ব্যক্তি তার মালিকানাধীন জমিতে বসবাস করলে ঐ ব্যক্তিকে কোন ক্রমেই বাস্তুভিটপ হতে উচ্ছেদ করা যাবে না। এই জমি নিলাম বা ক্রোক করা যাবে না। তবে অন্য কোন আইনের আওতায় ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

 

গ্রামাঞ্চলে বসতবাড়ী করার উপযোগী কোন খাস জমি থাকলে বাস্তুভিটাহীন কৃষক বা ক্ষেতমজুর পরিবারকে বসতবাড়ীর জন্য উক্ত খাস জমি বরাদ্দ করা যাবে। কোন ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ কাঠা জমি বরাদ্দ করা যাবে। এইরূপ বন্দোবস্তোকৃত জমি উত্তরাধিকার সূত্র ব্যতীত অন্য কোন প্রক্রিয়ায় হস্তান্তর করা যাবে না।

 

 

তথ্যসূত্র: প্রশিক্ষণ হ্যান্ডআউট, ভূমি আইন, ব্যবস্থাপনা ভূমিতে অধিকার বিষয়ক প্রশিক্ষশণ - এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি)

 

 

সৌজন্যে: প্যান লোকালাইজেশন প্রোজেক্ট