আদিবাসীদের জোতজমা নীলামকরণ

 

    ১৯৫০ সনের রাষ্ট্রীয় অর্জন ও প্রজাস্বত্ব আইনে সুস্পষ্ট বিধান রয়েছে যে, আদালত আদিবাসী কোন রায়তের জমি নিলামে বিক্রয়ের জন্য কোনরূপ আদেশ দেবেনা। তবে কোনও আদিবাসী যদি রাজস্ব প্রদান না করে তাহলে হয়ত, অর্থাৎ বকেয়া রাজস্ব আদাযের লক্ষে প্রয়োজন হলে তাদের সম্পত্তি একমাত্র নিলামে বিক্রয় করা যেতে পারে।

    একইভাবে আরো উল্লেখ করা যায় যে, কোন আদিবাসী কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি উন্নয়ন কর্পোরেশন বা সমবায় সমিতি হতে কখনো কৃষি কায্যের জন্য কোন প্রকার ঋণ গ্রহণ করলে (নিলে) উহা আদায়ের ব্যাপারে এ আইনের ৯৭ ধারায় উল্লেখিত বাধানিষেধসমূহ আমলে আসবেনা।

    সুতরাং দেখা যায়, ১৯৫০ সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী আদালত আদিবাসীদের সম্পত্তি নীলাম দেয়ার ব্যাপারে সহসা কোনরূপ আদেশ দেবেনা। তবে হযরত তাদের সম্পত্তির বকেয়া রাজস্ব আদায়ের লক্ষেই শুধু নিতান্ত সঙ্গতহেতুতে আদিবাসীদের সম্পত্তি নীলাম করা চলে।

 

সূত্র: বাংলাদেশের উপজাতিদের আইন- রামকান্ত সিংহ, ২০০৩

 

সৌজন্যে: প্যান লোকালাইজেশন প্রোজেক্ট