সাক্ষ্য আইন

The Evidence Act

[১৮৭২ সালের ১নং আইন]

প্রস্তাবনা

Preamble

[15th March, 1872]

 

যেহেতু সাক্ষ্য আইনের একত্রীকরণ, সংজ্ঞা দান সংশোধন সমীচীন হইয়া পড়িয়াছে, তাই এতদ্বারা নিম্নরূপ আইন করা গেলঃ

 

একত্রীকরণ

১৮৭২ সালের পূর্বে এই উপমহাদেশে কোন পূর্ণাঙ্গ সাক্ষ্য আইন ছিল না কেবল কলিকাতা বোম্বে মাদ্রাজে ব্রিটিশ সাক্ষ্য আইন প্রচলিত ছিল তদভিন্ন দেশের অন্যত্র যে সাক্ষ্য আইন ছিল মুসলিম সাক্ষ্য আইন, হিন্দু আইন ব্রিটিশ সাক্ষ্য আইন সংমিশ্রিত মফস্বল আদালতসমূহের জনয কতিপয় প্রবিধান দ্বারা সাক্ষ্য আইন প্রণয় করা হয় ১৮৫৫ সালের ২নং আইনে সাক্ষ্য আইনকে আংশিকভাবে বিধিবদ্ধ করা হইলেও উহা মফস্বল আদালতসমূহের সেকেলে সাক্ষ্য পদ্ধতিকে পরিবর্তন করিতে পারে নাই ১৮৬৬ সালে Sir Henry Summer সাক্ষ্য আইনের খসড়া চিত্র প্রস্তুত করিলেও তাহা সহায়ক নহে বলিয়া বর্জন করা হয় সাক্ষ্য বিষয়ে ১৮৩৫, ১৮৩৭, ১৮৪০, ১৮৪৪, ১৮৫০, ১৮৫২, ১৮৫৩ ১৮৫৫ সালে ক্ষুদ্রাকারে আইন প্রণীত হয়  অতঃপর ১৮৭১ সালে Sir James Stephen সাক্ষ্য আইন প্রণয়ন করেন,  তাহা ১৮৭২ সালে ১৮৭২ সালে ১নং আইন হিসাবে গণ্য হয়

 

সাক্ষ্য আইন একত্রীকরণের ফলে গ্রহণযোগ্যতা দুর্বোধ্যতা দূরীভূত হয় এবং দেশের সমস্ত এলাকার জন্য সুবিন্যস্তভাবে সাক্ষ্য আইনকে প্রণয়ন করা হয় সাক্ষ্য আইনের মূল নীতিগুলি হইতেছেঃ

. সাক্ষ্য অবশ্যই বিচার্য বিষয়ের সহিত সীমিত থাকিবে

. শুনা সাক্ষ্য গ্রহণ করা যাইবে না

.  সমস্ত মামলায়ই উত্ কৃষ্টতর সাক্ষ্য প্রদান করিতে হইবে

 

সংজ্ঞা

সাক্ষ্য আইনে সাক্ষ্য কি এই মর্মে কোন স্পষ্ট সংজ্ঞা দেয়া হয় নাই তবে বিস্তারিতভাবে ধারাসমূহের অভিব্যক্তি বিষয়বস্তু হইতে তাহা আঁচ করিয়া লওয়া যায় Evidence শব্দটি ল্যাটিন Evidences or Eviders হইতে উত্ পত্তি হইয়াছে যাহার অর্থ স্পষ্ট দেখা, স্পষ্ট দৃষ্টি, স্পষ্ট আবিষ্কার বা নির্ধারণ করা বা প্রমাণ সে কারণে সাক্ষ্য সাবুদ বা সাক্ষ্য যুগপত্ ভাবেই ব্যবহৃত হইয়া থাকে

 

সামগ্রিক আইন কিনা

সাক্ষ্য আইন পূর্ণাঙ্গ বা সামগ্রিক কিনা এই মর্মে প্রশ্ন দেখা দিতে পারে আপাতঃদৃষ্টিতে সামগ্রিকভাবে কথা ব্যক্ত করিয়াই আইনটি প্রণীত হইলেও বাস্তবে ব্যতিক্রম পরিলক্ষিত যেমন ফৌজদারী কার্যবিধির ৪১ অধ্যায়ে ৫০৯ হইতে ৫১২ ধারা পর্যন্ত সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধি রহিয়াছে দুর্নীতি দমন আইনে সাক্ষ্য বিষয়ে কতিপয় ব্যতিক্রমধর্মী বিধি রহিয়াছে কোন বিশেষ আইনের আওতায় বিচারের ক্ষেত্রে ১৮৭২ সালের সাক্ষ্য আইন প্রযোজ্য কিনা এই মর্মে ব্যক্ত না থাকিলে উহা অপ্রযোজ্য হয় না তদুপরি ট্রাইব্যুনাল কর্তৃক ইনকোয়ারী ক্ষেত্রে সাক্ষ্য আইনের বিধান প্রযোজয নহে

 

 

প্রথম খন্ড

Part-A

ঘটনার প্রাসঙ্গিকতা

Relevancy of Facts

প্রথম অধ্যায়

Chapter-I

Preliminary

 

 

ধারা- সংক্ষিপ্ত শিরনাম, আওতা, কার্যকারিতা আরম্ভ (Short title, extent and commencement) :

এই আইন ১৮৭২ সালের সাক্ষ্য আইন নামে অভিহিত হইবে ইহা সমগ্র বাংলাদেশের কার্যকর হইবে এবং ১৯৫২ সালের সেনাবাহিনী আইন অথবা ১৯৬১ সালের নৌশৃংখলা আইন অথবা ১৯৫৩ সালের বিমান বাহিনী আইনানুসারে গঠিত সামরিক আদালত ব্যতীত সমস্ত আদালত সামরিক আদালতে সকল প্রকার বিচারকার্যে প্রযোজ্য হইবে কিন্তু এই আইন আদালতে কিংবা অফিসারের নিকট উপস্থাপিত হলফনামা বা সালিসের কার্যক্রমে প্রযোজ্য হইবে

 

এই আইন ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর তারিখে বলবহইবে

 

ধারা- বাতিল (Repeal)

 

ধারা- প্রসঙ্গেক্রমে অন্যরূপ উদ্দেশ্যে প্রকাশ না পাইলে অত্র আইনে নিম্নলিখিত অর্থে ব্যবহৃত হইবে (interpretation clause) আদালতঃ

আদালত, শব্দের াধ্যমে সকল জজ, ম্যাজিষ্ট্রেট এবং সালিস ব্যতীত সাক্ষ্য গ্রহণে আইনতঃ ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি অন্তর্ভূক্ত হইবে

 

ধারা- প্রাগধারণা করিতে পারেন (May Presume) :

যখনই এই আইন দ্বারা বিহিত হয় যে, আদালত কোন তথ্যের প্রাগধারণা করিতে পারেন, তখন আদালত যদি না যতক্ষণ পর্যন্ত না উহা অপ্রমাণিত হয়, ঐরূপ তথ্য প্রমাণিত বলিয়া মনে করিবেন, অথবা উহার প্রমাণ তলব করিতে পারেন

 

“গ্রাগধারণা করিবেন” (Shall Presume)

যখনই এই আইন দ্বারা নির্দেশিত হয় যে, আদালত কোন তথ্যের প্রাগধারণা করিবেন, তখন আদালত যদি নাও যতক্ষণ পর্যন্ত না উহা অপ্রমাণিত হয়, ঐরূপ তথ্য প্রমণিত বলিয়া মনে করিবেন

 

“নিশ্চায়ক প্রমাণ” (Conclusive Proof)

যখন একটি তথ্য এই আইন দ্বারা অপর একটি তথ্যের নিশ্চায়ক প্রমাণ বলিয়া ঘোষিত হয়, তখন আদালত একটি তথ্যের প্রমাণ হইলে অপরটি প্রমাণিত বলিয়া মনে করিবেন এবং উহা অপ্রমাণ করিবার উদ্দেশ্যে সাক্ষ্য প্রদত্ত হইতে দিবেন না

 

 

দ্বিতীয় অধ্যায়

Chapter-II

বিষয়ের প্রাসঙ্গিকতা

Of the relevancy of Facts

 

ধারা- বিচার্য ঘটনা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে (Evidence may be given of facts in issue and relevant facts) :

কোন মামলায় যাহা কার্যক্রমে বিচার্য প্রত্যেক বিষয়ের এবং এই আইনে অতঃপর যে সমস্ত বিষয় প্রাসঙ্গিক বলিয়া ঘোষিত হইয়াছে তাহাদের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে ইহা ব্যতীত অন্য কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইবে না

 

ব্যাখ্যাঃ দেওয়ানী কার্যবিধা সম্পর্কে বর্তমানে প্রচলিত কোন আইন অনুসারে কোন ব্যক্তি যে বিষয় প্রমাণ করিবার অধিকারী নহে, এই ধারা অনুসারে সেই ব্যক্তি সেই বিষয়-সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন না

 

উদাহরণঃ

() ''-এর মৃত্যু ঘটাইবার ইচ্ছা লইয়া লাঠি দ্বারা প্রহার করিয়া তাহাকে হত্যা করার অপরাধে '' অভিযুক্ত হইল

 ''-এর বিচারে বিচার্য বিষয়গুলি নিম্নরূপঃ

 '' কর্তৃক  ''-কে লাঠি দ্বারা প্রহারঃ

উক্ত প্রহারের ফলে '' কর্তৃক  ''-এর মৃত্যু ঘটানো,

 '' কর্তৃক '' এর মৃত্যু ঘটাইবার অভিপ্রায়

() এক মামলায় বাদী যে দলিলের উপর নির্ভর করে, তাহা সেই সাথে লইয়া আসে নাই তবে মামলার প্রথম শুনানীতে উহা দাখিল করার জন্য তাহার নিকট প্রস্তুত রাখিয়াছে; উহা দাখিল করা সম্পর্কে দেওয়ানী কার্যবিধিতে যেইরূপ বিধান আছে, তাহা ব্যতীত অন্য কোন পন্থায় সে মামলার পরবর্তী কোন পর্যায়ে উক্ত দলিল দাখিল বা উহাতে বর্ণিত বিষয় প্রমাণ করিতে এই ধারা তাহাকে  ্ষমতা দেয় না

১৯৮৩ সালের ৪৮ অধ্যাদেশে দেওয়ানী কার্যবিধি আইনের আদেশের ১৪ বিধি সংশোধনক্রমে বাদীর দলিলপত্র যাহা প্রমাণে নিতে চাহে তাহা আরজির সহিত দাখিল করিতে হইবে

 

ধারা- যে সমস্ত ঘটনা একই কার্যের অংশ সেইগুলির প্রাসঙ্গিকতা (Relevancy of facts forming part of same transaction) :

যে বিষয়গুলি যদিও বিচার্য বিষয় নহে, অথচা যাহারা বিচার্য বিষয়ের সহিত এইরূপভাবে সংশ্লিষ্ট যে, উভয় বিষয়ই একই ব্যাপারের অংশরূপে গণ্য হইতে পারে, সেইক্ষেত্রে উক্ত বিষযগুলি একই সময়ে একই স্থানে সংঘটিত হইয়া থাকুক অথবা ভিন্ন সময়ে স্থানে সংঘটিত হইয়া থাকুক, প্রথমোক্ত বিষয়গুলি প্রাসঙ্গিক

 

উদাহরণঃ

() ''-কে প্রহার করিয়া হত্যা করার অপরাধে '' অভিযুক্ত হইয়াছে  প্রহারের সময় বা প্রহারের অব্যবহিত পুর্বে অথবা '' '' অথবা ঘটনাস্থলে দণ্ডায়মান ব্যক্তিরা যাহাই করিয়া থাকুক সেইগুলি যদি উক্ত প্রহারের ঘটনার সহিত একই ব্যাপারের অংশরূপে বিবেচনা করা যয়, তবে সেইগুলি প্রাসঙ্গিক বিষয়

() বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করিবার অপরাধে অভিযুক্ত হইয়াছে সে একটি সশস্ত্র অভ্যুত্থানে অংশগ্রহণ করে উকত্ অভ্যুত্থানে সম্পত্তি ধ্বংস হয়, সৈন্যবাহিনী আক্রান্ত হয় এবং জেলখানা ভাঙ্গা হয় '' উক্ত ঘটনাগুলির সবগুলিতে উপস্থিত না থাকিলেও একটি পূর্ণ ব্যাপারে অংশ হিসাবে প্রত্যেক ঘটনাই প্রাসঙ্গিক

() '' ''-এর মধ্যে পত্রালাপের অংশস্বরূপ একটি পত্রে মানহানিজনক বক্তব্য থাকার অভিযোগে '' ''-এর বিরুদ্ধে মামলা করিয়াছে মানহানির উদ্ভবকারী বিষয় সম্পর্কে উভয় পক্ষের মধ্যে যেই সমস্ত পত্র বিনিময় হইয়াছে এবং যে পত্রগুলি সেই ব্যাপারের অংশস্বরূপ, সেইগুলির সবটিতেই যদিও মানহানিকর বক্তব্য নাই; তথাপি সমস্ত পত্রই প্রাসঙ্গিক

() প্রশ্ন হইতেছে ''-এর নিকট হইতে অর্ডার দেওয়া কিছু মাল ''-এর নিকট অর্পিত হইয়াছে, কি হয় নাই সংশ্লিষ্ট মালগুলি একাধিক্রমে কতিপয় মধ্যবর্তী ব্যক্তির নিকট অর্পণ করা হইয়াছিল প্রত্যেকটি অর্পণই প্রাসঙ্গিক বিষয়

 

ধারা- যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম (Facts which are the occasion, cause of effect of facts in issue) :

যে সমস্ত বিষয়, প্রাসঙ্গিক বিষয়ের অথবা বিচার্য বিষয়ের অব্যবহিত অথবা অন্যবিধ উপলক্ষ, কারণ বা ফল অথবা যেইগুলি উক্ত বিষয়সমূহ সংঘটিত হওয়ার পরিবেশ প্রকাশ করে অথবা যে সমস্ত ঘটনা উক্ত ঘটনা বা ব্যাপারে সংঘটিত হওয়ার সুযোগ প্রদান করে, সেইগুলি প্রাসঙ্গিক

 

উদাহরণঃ

() প্রশ্ন হইতেছে '' ''-এর উপর দস্যুতা করিয়াছে কিনা দস্যুতার অব্যবহিত পূর্বে '' টাকা সংগে করিয়া মেলায় গিয়াছিল এবং সে অন্যান্য লোককে টাকা দেখাইয়াছিল বা তাহাদের নিকট টাকার কথা উল্লেখ করিয়াছিল এইগুলি প্রাসঙ্গিক বিষয়

() প্রশ্ন হইতেছে '' ''-কে হত্যা করিয়াছে কিনা ঘটনাস্থলে বা উহার নিকটে ধস্তাধস্তির ফলে মাটিতে যেই সমস্ত চিহ্ন পড়িয়াছে তাহা প্রাসঙ্গিক বিষয়

() প্রশ্ন হইতেছে '' ''-কে বিষ প্রয়োগ করিয়াছে কিনা বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পুর্বে ''-এর স্বাস্থ্যের অবস্থা এবং ''-এর অভ্যাস, যাহা '' এর জানা ছিল এবং যাহার ফলে বিষ প্রয়োগের সুযোগ সৃষ্টি হইয়াছিল, এইগুলি প্রাসঙ্গিক বিষয়

 

ধারা- অভিপ্রায়, প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ (Motive, Preparation and Previous of Subsequent Conduct) :

বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংঘটনের অভিপ্রায় বা উদ্যোগ যে বিষয়ের দ্বারা সৃষ্টি হয় বা যে বিষয় হইতে দৃষ্ট হয়, তাহা প্রাসঙ্গিক বিষয়

কোন মামলা বা বিচার কার্যক্রম সম্পর্কে অথবা উহাতে বিচার্য বা প্রাসঙ্গিক কোন বিষয় সম্পর্কে উক্ত মামলা বা বিচার কার্যক্রমের কোন পক্ষ বা কোন পক্ষের প্রতিনিধির আচরণ এবং যে ব্যক্তির বিরুদ্ধে সংঘটিত কোন অপরাধ কোন ফৌজদারী কার্যক্রমের বিষয়বস্তু, তাহার আচরণ যদি কোন বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা তাহা দ্বারা প্রভাবিত হয়, তবে সেই আচরণ সংশ্লিষ্ট বিষয়ের পূর্ববর্তীই হউক বা পরবর্তীই হউক, তাহা প্রাসঙ্গিক

 

ব্যাখ্যা- অত্র ধারার 'আচরণ' শব্দ বিবৃতির অন্তর্ভুক্ত নহে, যদি না উক্ত বিবৃতির সহিত বিরতি ব্যতীত আর কোন কাজ থাকে বা উহা কোন কাজের ব্যাখ্যা করে; কিন্তু অত্র আইনের অন্য কোন ধারার অন্তর্গত বিবৃতির প্রাসঙ্গিকতা এই ব্যাখ্যা দ্বারা প্রভাবিত হইবে না

 

ব্যাখ্যা- কোন ব্যাক্তির আচরণ যখন প্রাসঙ্গিক, তখন সেই ব্যক্তির নিকট বা উপস্থিতিতে শ্রুতিগোচরে প্রদত্ত বিবৃতি তাহার আচরণকে প্রভাবিত করিলে তাহাও প্রাসঙ্গিক

 

উদাহরণঃ

(ক) ''-কে হত্যা করার দায়ে ''-এর বিচার হইতেছে '' ''-কে হত্যা করিয়াছিল; জানিত যে, '' ''-কে হত্যা করিয়াছিল এবং তাহারা এই জানিবার কথা প্রকাশ করিয়া দেওয়ার ভয় দেখাইয়া ''-এর নিকট হ্ইতে টাকা আদায়ের চেষ্টা করিয়াছিল; এইগুলি প্রাসঙ্গিক

() একটি খাতের টাকা আদায় করিবার জন্য '' ''-এর বিরুদ্ধে মামলা করিয়াছে '' সেই খত দেওয়ার কথা অস্বীকার করিল যে, সময় খত দেওয়া হয় বলিয়া অভিযোগ করা হইয়াছে, তখন বিশেষ কোন কারণে ''-এর টাকার প্রয়োজন ছিল, এই বিষয় প্রাসঙ্গিক

() ''-কে বিষ দ্বারা হত্যা করার দায়ে ''-এর বিচার হইতেছে ''-কে যে বিষ দেওয়া হইয়াছিল, তাহার আনুরূপ বিষ ''-এর মৃত্যুর পূর্বে ''-সংগ্রহ করিয়াছিল; উহা প্রাসঙ্গিক

() প্রশ্ন হইতেছে, কোন একটি দলিল -এর উইল কিনা

কথিত উইলের তারিখের অনতিপূর্বে তর্কিত উইলের অন্তর্ভূক্ত বিষয়গুলি সম্পর্কে '' অনুসন্ধানাদি করিয়াছিল; উইল করা সম্পর্কে সে এডভোকেটের সহিত পরামর্শ করিয়াছিল এবং উইলের অন্য কতকগুলি মুসাবিদা সে প্রস্তুত করিয়াছিল, কিন্তু সেইগুলি সে অনুমোদন করে নাই; এইগুলি প্রাসঙ্গিক

() '' কোন একটি অপরাধে অভিযুক্ত হইয়াছে

সংশ্লিষ্ট অপরাধ সংঘঠিত হওয়ার পূর্বে বা সেই সময় অথবা তাহার পরে '' কিছু সাক্ষ্য সংগ্রহ করে; যাহা মামলার ঘটনাবলীকে এমন রূপ দিতে প্রাকশ পায়, যাহা তাহার সপক্ষে অথবা সে সাক্ষ্য বিনষ্ট বা গোপন করে অথবা সম্ভাব্য সাক্ষীদের আদালতে উপস্থিত হওয়ার ব্যবস্থা করে অথবা সাক্ষীদিগকে মিথ্যা সাক্ষ্য দিতে প্রবৃত্ত করে; এইগুলি প্রাসঙ্গিক

() প্রশ্ন হইতেছে '' ''-এর উপর দস্যুতা করিয়াছে কিনা

''-এর উপর দস্যুতা হওয়ার পর ''-এর উপস্থিতিতে '' বলিয়াছিল, যাহারা ''-এর উপর দস্যুতা করিয়াছে, তাহার খোঁজে পুলিশ আসিতেছে এবং ইহার অব্যবহিত পরেই '' দৌড়াইয়া পালাইয়াছিল; এইগুলি প্রাসঙ্গিক

() প্রশ্ন হইতেছে '' '' এর নিকট ১০,০০০ টাকা ঋণী কিনা

'' ''-এর নিকট টাকা ধার চাহিয়াছিল এবং ''-এর উপস্থিতি শ্রুতিগোচর '' ''-কে বলিয়াছিল, আমি ''-কে বিশ্বাস না করার জন্য তোমাকে পরামর্শ দিতেছি; কারণ সে -এর নিকট ১০,০০০ টাকা ঋণী অতঃপর ইহার কোন উত্তর না দিয়া চলিয়া গিয়াছিল; এইগুলি প্রাসঙ্গিক

() প্রশ্ন হইতেছে অপরাধ করিয়াছে কিনা

অপরাধী সম্পর্কে তদন্ত হইতেছে এই মর্মে একটি সতর্কবাণী সম্বলিত চিঠি পাইয়া আত্মগোপন করিল এই বিষয় এবং উক্ত চিঠির বিষয়বস্তু প্রাসঙ্গিক

() '' একটি অপরাধে অভিযুক্ত হইয়াছে কথিত অপরাধটি সংঘঠিত হওয়ার পর '' আত্মগোপন করিয়াছিল অথবা উক্ত অপরাধমূলক কাজের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি বা সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ তাহার দখলে ছিল অথবা উক্ত অপরাধ সংঘটিত হইবার সময় ব্যবহৃত হইয়াছে বা হইয়া থাকিতে পারে এমন কোন জিনিস সে লুকাইয়া রাখিতে চেষ্টা করিয়াছিল; এইগুলি প্রাসঙ্গিক

() প্রশ্ন হইতেছে ''-এর উপর বলাত্ কার হইয়াছে কিনা

কথিত বলাত্ কারের অব্যবহিত পরে সে অপরাধটি সম্পর্কে নালিশ করে সেই নালিশ নালিশের ঘটনার এবং অবস্থার যে বর্ণনা দেওয়া হয়; এইগুলি প্রাসঙ্গিক কোন নালিশ দায়ের না করিয়া সে বলে যে, তাহার উপর বলাত্ কার করা হইয়াছে ৩২ ধারার অনুচ্ছেদ অনুসারে মৃত্যুকালীন ঘোষণা হিসাবে অথবা ১৫৭ ধারা অনুসারে সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে ইহা প্রাসঙ্গিক হইলেও অত্র ধারা অনুসারে আচরণ হিসাবে ইহা প্রাসঙ্গিক নহে

() প্রশ্ন হইতেছে ''-এর উপর দস্যুতা হইয়াছে কিনা কথিত দস্যুতার অব্যবহিত পর সে ঘটনা সম্পর্কে নালিশ দায়ের করে এই নালিশ এবং যে পরিস্থিতিতে নালিশ করে নালিশে ঘটনার যে বিবরণ দেয় এইগুলি প্রাসঙ্গিক

কোন নালিশ দায়ের না করিয়া সে বলে যে, তাহার উপর দস্যুতা হইয়াছে; ৩২ ধারার অনুচ্ছেদ অনুসারে মৃত্যুকালীন ঘোষণা হিসাবে অথবা ১৫৭ ধারা অনুসারে সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে ইহা প্রাসঙ্গিক হইলেও অত্র ধারা অনুসারে আচরণ হিসাবে ইহা প্রাসঙ্গিক নহে

 

ধারা- প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য আবশ্যকীয় ঘটনা (Facts necessary to explain or introduce relevant facts) :

কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা বা প্রবর্তন করিবার জন্য বিষয়গুলি প্রয়োজনীয় অথবা কোন বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় দ্বারা আভাসিত অনুমানকে যাহা সমর্থন বা ভঙ্গন করে অথবা যাহার পরিচয় প্রাসঙ্গিক, সেই ব্যক্তি বা বস্তুর পরিচয় যাহা প্রতিষ্ঠিত করে অথবা যাহা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সংঘটিত হওয়ার সময় বা স্থান নির্দিষ্ট করিয়া দেয় অথবা অনুরূপ ঘটনার সহিত সংশ্লিষ্ট পক্ষদের মধ্যকার সম্পর্ক যাহা প্রতীয়মান করে, সেই সমস্ত বিষয় সংশ্লিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যতখানি প্রয়োজন ততখানি প্রাসঙ্গিক

() প্রশ্ন হইতেছে, একটি দলিল ''-এর উইল কিনা তর্কিত উইলের তারিখে ''-এর সম্পত্তির পরিবারের অবস্থা প্রাসঙ্গিক বিষয় হইতে পারে

() একটি অসম্মানজনক আচরণের জন্য ''-কে দায়ী করিয়া '' ''-এর বিরুদ্ধে মানহানির মামলা করিল '' হলফ করিয়া বলিল যে, মানহানির অভিযোগের সহিত সংশ্লিষ্ট ঘটনা সত্য

যে সময় মানহানিকর বিষয় প্রকাশিত হইয়াছিল, পক্ষগণের তত্ কালীন অবস্থা সম্পর্ক বিচার্য বিষয় প্রবর্তনের জন্য প্রাসঙ্গিক হইতে পারে

'' ''-এর মধ্যে যে বিষয় লইয়া বিবাদ আছে, তাহা কথিত মানহানির সহিত সম্পর্কহীন হইলে সেই বিবাদের বিবরণ অপ্রাসঙ্গিক তবে বিবাদের ফলে যদি '' ''-এর মধ্যকার সম্পর্ক প্রভাবিত হয়, তাহা হইলে তাহাদের মধ্যে বিবাদ আছে উহা প্রাসঙ্গিক বিষয় হইতে পারে

() '' কোন একটি অপরাধের দায়ে অভিযুক্ত হইয়াছে

অপরাধটি সংঘটিত হওয়ার অব্যবহিত পর '' তাহার গৃহ হইতে ফেরারী হইল ইহা ধারা অনুসারে বিচার্য বিষয়ের পরবর্তী আচরণও বিচযর্য বিষয়ের দ্বারা প্রভাবিত আচরণ হিসাবে প্রাসঙ্গিক ঘটনা

যে সময় '' গৃহত্যাগ করে, তখন তাহার গন্তব্য স্থানে আকস্মিক জরুরী প্রয়োজন ছিল, ইহা তাহার আকস্মিক গৃহত্যাগের ব্যাখ্যামূলক ঘটনা হিসাবে প্রাসঙ্গিক যে কাজ উপলক্ষ্যে সে গৃহত্যাগ করে তাহার বিস্তারিত বিবরণ প্রাসঙ্গিক নহে তবে কাজটি যে আকস্মিক জরুরী ছিল, তাহা দেখাইবার জন্য কাজের যতটা বিবরণ প্রয়োজন তাহা প্রাসঙ্গিক

() ''-এর সহিত সম্পাদিত ''-এর চাকুরীর চুক্তিভঙ্গ করর জন্য ''-কে প্ররোচনার অভিযোগে ''-এর বিরুদ্ধে ''-মামলা দায়ের করিল ''-এর চাকুরী ত্যাগ করিয়া ''-কে বলিয়াছিল ''-আমাকে আরও ভাল শর্তে চাকুরীর প্রস্তাব দেওয়ায় আমি আপনার কাজ ছাড়িয়া দিলাম এই বিবৃতি ''-এর আচরণের ব্যাখ্যা হিসাবে প্রাসঙ্গিক ঘটনা ''-এর আচরণ বিচার্য হিসাবে বিষয় প্রাসঙ্গিক

() চুরির দায়ে অভিযুক্ত ''-কে দেখা গেল যে, সে অপহৃত সম্পত্তি ''-কে দিল আবার ''-উহা ''-এর স্ত্রীকে দিল দেওয়ার সময় ''-বলিল ''-বলিয়া দিয়াছে আপিন উহা লুকাইয়া রাখিবেন লেনদেন কার্যের একটি অংশের ব্যাখ্যা হিসাবে ''-এর এই বিবৃতি প্রাসঙ্গিক

() দাঙ্গা করার অভিযোগে ''-এর বিচার হইতেছে জনতার পুরোভাগে থাকিয়া সে অগ্রসর হইতেছিল বলিয়া প্রমাণ হইল জনতা যে সকল ধ্বনি দিতেছিল; কাজটির প্রকৃতির ব্যাখ্যা হিসাবে এইগুলি প্রাসঙ্গিক

 

ধারা-১০ অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ (Things said or done by conspirator to common design):

দুই বা ততোধিক ব্যক্তি একযোগে কোন অপরাধ বা নালিশযোগ্য অন্যায় কাজ করার ষড়যন্ত্র করিয়াছে, এইরূপ বিশ্বাস করার যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তবে তাহাদের যেকোন একজনের উক্তি, ষড়যন্ত্রের ইচ্ছা পোষন করার পর তাহাদের সাধারণ ইচ্ছা সম্পর্কে তাহাদের মধ্যে যেকোন একজনের কোন কথা, কাজ বা লেখা ষড়যন্ত্রকারী বলিয়া মনে করা হইতেছে, এইরূপ প্রত্যেক ব্যক্তি সম্পর্কে প্রাসঙ্গিক ঘটনা, ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণ করার জন্য যেমন উহা প্রাসঙ্গিক, তেমন কোন ব্যক্তি যে উক্ত ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাহা প্রমাণ করার জন্যও উহা প্রাসঙ্গিক

 

উদাহরণঃ

বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার একটি ষড়যন্ত্রে '' যোগদান করিয়াছে এইরূপ বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ বিদ্যমান আছে

ষড়যন্ত্র অনুসারে '' ইউরোপ হইতে অস্ত্রশস্ত্র সংগ্রহ করিয়াছে অনুরূপ উদ্দেশ্যে '' চট্টগ্রাম হইতে অর্থ সংগ্রহ করিয়াছে ষড়যন্ত্রে যোগদানের জন্য '' খুলনায় লোকজনকে উত্ সাহিত করিয়াছে, ষড়যন্ত্রের উদ্দেশ্য সমর্থন করিয়া পাবনায় লেখা প্রকাশ করিয়াছে, '' কর্তৃক চট্টগ্রাম হইতে সংগৃহীত অর্থ এবং ষড়যন্ত্রের বিবরণ সম্বলিত ''-এর লেখা চিঠির বিষয়বস্তু ঢাকা হইতে '' কাবুলে ''-এর নিকট প্রেরণ করিয়াছে, ষড়যন্ত্রের অস্তিত্ব এবং উহাতে ''-এর জড়িত থাকা এই উভয় বিষয় প্রমাণ করার জন্য উপরিউক্ত বিষয়গুলি প্রাসঙ্গিক বিষয়গুলি সম্পর্কে '' সম্পূর্ণ অজ্ঞ থাকিতে পারে যাহারা উক্ত কাজগুলি করিয়াছে তাহারা যদি ''-এর নিকট অপরিচিত এবং ঘটনাগুলি যদিও তাহার ষড়যন্ত্রের যোগদানের পূর্বে বা তাহার ষড়যন্ত্র ত্যাগ করার পর ঘটিয়া থাকে, তথাপি এইগুলি প্রাসঙ্গিক

 

ধারা-১১ যে সমস্ত ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নহে, সেইগুলি যখন প্রাসঙ্গিক হয় (When facts not otherwise relevant become relevant):

যে সমস্ত বিষয় অন্য কোনভাবে প্রাসঙ্গিক নহে, নিম্নবর্ণিতভাবে সেইগুলি প্রাসঙ্গিক-

() যদি সেইগুলি কোন বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সহিত অসঙ্গতিপূর্ণ হয়

() যদি সেইগুলি স্বয়ং অথবা অন্য কোন বিষয়ের সহিত যুক্ত হইয়া কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করিয়া তোলে

 

উদাহরণঃ

() প্রশ্ন হইতেছে, কোন নির্দিষ্ট '' কলিকাতায় একটি অবরোধ করিয়াছে কিনা তারিখ '' ঢাকা ছিল, ইহা প্রাসঙ্গিক ঘটনা যে সময় ঘটনাটি সংঘটিত হয়, তাহার কাছাকাছি সময়ে '' ঘটনাস্থল হইতে এইরূপ দুরবর্তী স্থানে অবস্থান করিয়াছিল যে, তাহার পক্ষে উক্ত অপরাধ করা পুরাপুরি অসম্ভব না হইলেও বহুলাংশে অসম্ভব ছিল ইহা প্রাসঙ্গিক ঘটনা

() প্রশ্ন হইতেছে, '' কোন একটি অপরাধ করিয়াছে কিনা

পরিস্থিতি এইরূপ যে, অপরাধটি '' '' '' অথবা ''-এর মধ্যে কোন একজন অবশ্যই করিয়াছে যে বিষয় হইতে প্রতীয়মান হয় যে, '' ব্যতীত অন্য কাহারও দ্বারা অপরাধটি সংঘটিত হইতে পারে না এবং '' '' অথবা '' কাহারও দ্বারা উহা হয় নাই, তাহা প্রাসঙ্গিক

 

ধারা-১২ ক্ষতিপূরণের মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে, সেইগুলি প্রাসঙ্গিক (In suits for damages, facts tending to enable court to determine account are relevant) :

যে সমস্ত মমালায় ক্ষতিপূরণ দাবি করা হয়, সেইগুলিতে যেকোন বিষয় আদালতকে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করিতে সক্ষম করে; তাহা প্রাসঙ্গিক

 

ধারা-১৩ যখন অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উঠে, তখন যে সমস্ত ঘটনা প্রাসঙ্গিক (Facts relevant when right custom is in question) :

যেখানে প্রশ্ন হইতেছে, কোন অধিকার বা প্রথার অস্তিত্ব আছে কিনা, সেখানে নিম্নবর্ণিত বিষযগুলি প্রাসঙ্গিকঃ

() যে কারবার দ্বারা সংশ্লিষ্ট অধিকার বা প্রথা সৃষ্টি হইয়াছে, দাবি করা হইয়াছে, সংশোধন করা হইয়াছে, স্বীকৃত হইয়াছে, ঘোষণা করা হইয়াছে অথবা অস্বীকৃত হইয়াছে, অথবা উহার অস্তিত্বের সহিত যাহা অসঙ্গতিপূর্ণ

() নির্দিষ্ট যে সমস্ত ক্ষেত্রে উক্ত অধিকার বা প্রথা দাবি করা হইয়াছে, স্বীকৃত হইয়াছে, আমলা করা হইয়াছে, অথবা যে সমস্ত ক্ষেত্রে উহার আমলের বিরুদ্ধে আপত্তি করা হইয়াছে, উহা ঘোষনা বা ত্যাগ করা হইয়াছে

 

উদাহরণঃ

প্রশ্ন হইতেছে, একটি মত্ স্যক্ষেত্রে ''-এর অধিকার আছে কিনা ''-এর পূর্ব পুরুষগণ কর্তৃক উক্ত মত্ স্যক্ষেত্রে প্রাপ্তির দলিল, ''-এর পিতা কর্তৃক মত্ স্যক্ষেত্রটি বন্ধক দেওয়ার দলিল, ''-এর পিতা কর্তৃক মত্ স্যক্ষেত্রটি পত্তন দেওয়ার দলিল, যাহা উক্ত বন্ধকীর সহিত সামঞ্জস্যবিহীন, যে নির্দিষ্ট ক্ষেত্রে ''-এর প্রতিবেশিগণ ''-এর পিতাকে উক্ত অধিকার আমল করিতে দেয় নাই, এইগুলি প্রাসঙ্গিক ঘটনা

 

ধারা-১৪ যে সমস্ত ঘটনা মনের বা দেহের অবস্থা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শণ করে (Facts showing existence of state of mind, or of body or bodily feeling) :

যে সকল বিষয় ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হঠকারিতা, কোন ব্যক্তিবিশেষের প্রতি বিদ্বেষ বা কল্যাণ কামনার মানসিক অবস্থার অস্তিত্ব প্রকাশ করে, অথবা কোন শারীরিক অবস্থা বা শারীরিক অনুভূতির অস্তিত্ব প্রকাশ করে সেইগুলি তখনই প্রাসঙ্গিক, যখন উক্তরূপ কোন মানসিক বা শারীরিক অবস্থা অথবা শারীরিক অনুভূতির অস্তিত্ব বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় হয়

 

ব্যাখ্যা- যে বিষয়টি কোন প্রাসঙ্গিক মানসিক অবস্থা প্রকাশ করিবার জন্য প্রাসঙ্গিক হয, তাহাকে সংশ্লিষ্ট মানসিক অবস্থাটি সাধারণভাবে নহে, নির্দিষ্ট কোন বিচার্য বিষয প্রসঙ্গে বিদ্যমান আছে এইরূপ প্রকশ করিতে হইবে

 

ব্যাখ্যা- কিন্তু যেক্ষেত্রে কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তির বিচারকালে উক্ত ব্যক্তি কর্তৃক পূর্বে-কৃত কোন অপরাধ এই ধারা অনুসারে প্রাসঙ্গিক, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির পূর্বে দণ্ডিত হওয়া প্রাসঙ্গিক বিষয়

 

উদাহরণঃ

() অপহৃত মাল বলিয়া জানা সত্বেও উক্ত মাল গ্রহণের দায়ে '' অভুযুক্ত হইয়াছে বিশেষ একটি অপহৃত দ্রব্য তাহার দখলে ছিল বলিয়া প্রমাণিত হইয়াছে একই সময় আরও অনেক অপহৃত দ্রব্য তাহার দখলে ছিল, ইহা প্রাসঙ্গিক বিষয় কেননা ইহা হইতে প্রতীযমান হয় যে, যে সমস্ত দ্রব্য তাহর দখলে ছিল তাহার প্রত্যেকটি এবং সবগুলিই অপহৃত দ্রব্য বলিয়া সে জানিত

() অচল মুদ্রা বলিয়া জানা সত্বেও অন্য একজনকে প্রতারণামূলকভাবে অচল মুদ্রা অর্পণ করিবার অপরাধে '' অভিযুক্ত হইয়াছে

উক্ত মুদ্রা অর্পণের সময় আরও কিছু সংখ্যক অচল মুদ্রা ''-এর দখলে ছিল, ইহা প্রাসঙ্গিক বিষয় ইতিপূর্বে অচল মুদ্রা বলিয়া জানা সত্ত্বেও অন্য একজনকে খাঁটি মুদ্রা বলিয়া অচল মুদ্রা অর্পণ করিবার অপরাধে '' দণ্ডিত হইয়াছিল, ইহা প্রাসঙ্গিক বিষয়

() ''-এর কুকুর ''-এর ক্ষতি করিলে ''-এর বিরুদ্ধে '' ক্ষতিপূরণের মামলা দায়ের করিল কুকুরটি হিংস্র তাহা '' জানিত ইতিপূর্বে কুকুরটি '' '' ''-কে কামড়াইয়াছিল এবং তাহারা ''-এর নিকট নালিশ করিয়াছিল, এইগুলি প্রাসঙ্গিক বিষয়

() প্রশ্ন হইতেছে, একটি বরাত চিঠির স্বীকৃতিদাতা '' বরাত চিঠির প্রাপকের নাম ভুয়া তাহা জানিত কিনা

অনুরূপভাবে প্রণীত অন্যান্য বরাত চিঠির প্রাপকগণ যথার্থ ব্যক্তি হইলে তাহারা সেই বরাত চিঠিগুলি ''-এর নিকট প্রেরণ করিবার পুর্বেই '' সেইগুলিতে স্বীকৃতিদান করিয়াছিল, ইহা প্রাসঙ্গিক বিষয়; কারণ ইহা হইতে প্রতীযমান হয় যে, প্রাপক ভুয়া ব্যক্তি, '' তাহা জানিত ''-এর

() ''-এর সুনাম ক্ষুন্ন করিবার উদ্দেশ্যে তাহার অপরাধমূলক বিষয় প্রকাশ করিবার অভিযোগে '' অভিযুক্ত হইল ইতিপূর্বে '' কর্তৃক ''-এর প্রতি বিদ্বেষ প্রদর্শণ করিয়া '' সম্পর্কে কোন বিষয় প্রকাশিত হইয়া থাকিলে তাহা প্রাসঙ্গিক বিষয়, কারণ তাহা দ্বারা প্রমাণিত হয় যে, প্রকাশনার মাধ্যমে ''-এর সুনাম ক্ষুন্ন করিবার ইচ্ছা ''-এর ছিল

''''-এর মধ্যে পূর্বে কোন বিবাদ ছিল না এবং অভিযোগকৃত বিষয়টি '' শুনিয়া তাহার পুনরুক্তি করিয়াছিল, এইগুলি প্রাসঙ্গিক ঘটনা; কারণ এইগুলি হইতে প্রতীয়মান হয় যে, ''-এর সুনাম ক্ষুন্নু করিবার ইচ্ছা ''-এর ছিল না

(চ) '' প্রতারণামূলকভাবে ''-কে ''-এর নিকট স্বচ্ছল বলিয়া পরিচয় দেওয়ার ফলে '' ''-কে বিশ্বাস করে; কিন্তু প্রকৃতপক্ষে অসচ্ছল বা দেউলিয়া হওয়ার দরুন '' ক্ষতিগ্রস্ত হয় এবঙ এই অভিযোগে ''-এর বিরুদ্ধে '' একটি মামলা দায়ের করে

'' যে সময় ''-কে সচ্ছল বলিয়া পরিচয় দিয়াছিল, সেই সময় ''-এর প্রতিবেশীরা এবং যাহারা তাহার সহিত কারবার করিত, তাহারা ''-কে সচ্ছল বলিয়া মনে করিত; ইহা প্রাসঙ্গিক বিষয়; কারণ ইহা দ্বারা প্রতীয়মান হয় যে, '' সরল বিশ্বাসে ''-কে সচ্ছ বলিয়া পরিচয় দিয়াছে

(ছ) '' ঠিকাদারের আদেশক্রমে ''-এর বাড়িতে '' যে কাজ করিয়াছে, তাহার পারিশ্রমিকের জন্য ''-এর বিরুদ্ধে '' মামলা দায়ের করিল

'' আত্মপক্ষ সমর্থনে বলিল যে, ''-এর চুক্তি ''-এর সহিত হইয়াছিল

'' ঐ কাজের জন্য '' সরল বিশ্বাসে ''-এর উপর ঐ কাজ তদারকের দায়িত্ব অর্পণ করিয়াছিল তদনুসারে '' তাহার নিজ দায়িত্বে ''-এর সহিত চুক্তি করিয়াছিল, ''-এর প্রতিনিধি হিসাবে নহে

(জ) '' একটি সম্পত্তি কুড়াইয়া পাইয়াছিল তাহা অসাধুভাবে আত্মসাৎ করিবার দায়ে সে অভিযক্তি হইয়াছে প্রশ্ন হইতেছে, যখন সে আত্মসাতৎ করে তখন সে সরল বিশ্বাসে এই কথা মনে করিত কিনা যে, উক্ত সম্পত্তির প্রকৃত মালিককে খুঁজিয়া পাওয়া যাইবে না

সম্পত্তিটি হারাইয়া যাওয়া সম্পর্কে '' সেখানে ছিল, সেখানে সর্বসাধারণের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তি দেওয়া হইয়াছিল ইহা প্রাসঙ্গিক বিষয়

কারণ, ইহা হইতে প্রতীয়মান হয় যে, সম্পত্তির প্রকৃত মালিককে খুঁজিয়া পাওয়া যাইবে না; এই কথা '' সরল বিশ্বাসে মনে করিত না '' জানিত অথবা তাহার এইরূপ মনে করিবার সঙ্গত কারণ ছিল যে, '' ঐ সম্পত্তি হারাইয়া যাওয়ার কথা শুনিয়া উহা সম্পর্কে মিথ্যা দাবি উথ্তাপনের উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে বিজ্ঞপ্তি দিয়াছিল; ইহা প্রাসঙ্গিক ভিষয় কারণ, ইহা হইতে প্রতীয়মান হয় যে, '' উক্ত বিজ্ঞপ্তির কথা জানিত বলিয়াই তাহার সরল বিশ্বাস মিথ্যা প্রতিপন্ন হইবে না

(ঝ) ''-কে মারিয়া ফেলিবার ইচ্ছায় তাহার উপর গুলি করিবার দায়ে '' অভিযুক্ত হইয়াছে ''-এর ইচ্ছা প্রমাণ করিবার জন্য '' যে ইতিপূর্বেও ''-কে গুলি করিয়াছিল, সে ঘটনা প্রমাণ করা যাইতে পারে

(ঞ) ''-এর নিকট ভীতি প্রদর্শন করিয়া পত্র প্রেরণের দায়ে '' অভিযুক্ত হইয়াছে; '' ইতিপূর্বেও ''-এর নিকট অনুরূপ যে সমস্ত পত্র লিখিয়াছিল, সেইগুলি এইক্ষেত্রে প্রমাণ করা যাইতে পারে কারণ তাহা হইতে চিঠিগুলির উদ্দেশ্য প্রতীয়মান হইতে পারে

(ট) প্রশ্ন হইতেছে, '' তাহার স্ত্রী ''-এর প্রতি নিষ্ঠুরতার জন্য দোষী কি না কথিত নিষ্ঠুরতা প্রদর্শনের অব্যবহিত পূর্বে বা পরে তাহাদের পরস্পরের প্রতি ভাবের প্রকাশ প্রাসঙ্গিক বিষয়

(ঠ) প্রশ্ন হইতেছে, ''-এর মৃত্যু বিষ প্রয়োগের দ্বারা ঘটিয়াছে কিনা অসুস্থ অবস্থায় '' তাহার রোগের লক্ষণ সম্পর্কে যে সমস্ত বিবৃতি দিয়াছে তাহা প্রাসঙ্গিক বিষয়

(ড) প্রশ্ন হইতেছে, ''-এর জীবন বীমা করিবার সময় তাহার স্বাস্থ্যের অবস্থা কিরূপ ছিল উক্ত সময় বা উহার নিকটবর্তী সময় '' তাহার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যে সমস্ত বিবৃতি দিয়াছিল তাহা প্রাসঙ্গিক বিষয়

(ঢ) ''-এর নিকট হইতে '' যে গাড়ি ভাড়া করিয়াছিল তাহা যুক্তিসঙ্গতকরূপে ব্যবহারোপযোগী ছিল না বলিয়া '' আহত হইল এবং গাড়ি ছাড়া দেওয়ার ব্যাপারে অবহেলার অভিযোগে ''-এর বিরুদ্ধে সে মামলা দায়ের করিল নির্দিষ্ট গাড়িটির ত্রুটি সম্পর্কে আরও একাধিকবার ''-এর দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে, ইহা প্রাসঙ্গিক বিষয় '' যে সমস্ত গাড়ি ভাড়া দিয়া থাকে, সেইগুলি সম্পর্কে অবহেলা করা তাহার অভ্যাস, ইহা প্রাসঙ্গিক বিষয়

(ণ) ইচ্ছা করিয়া ''-কে গুলি করিয়া হত্যা করিবার দায়ে ''-এর বিচার হইতেছে '' আরও অন্য সময়ে ''-এর প্রতি গুলি চালনা করিয়াছে; ইহা প্রাসঙ্গিক বিষয় কারণ ইহা হইতে ''-কে গুলি করিবার ব্যাপারে ''-এর ইচ্ছা প্রতীয়মান হয় হত্যা করিবার উদ্দেশ্যে লোকের প্রতি গুলি নিক্ষেপ করা ''-এর অভ্যাস; ইহা প্রাসঙ্গিক

(ত) কোন একটি অপরাধের জন্য ''-এর বিচার হইতেছে সংশ্লিষ্ট অপরাধটি করিবার ইচ্ছা প্রকাশ করিয়া '' কিছু বলিয়াছিল ইহা প্রাসঙ্গিক ঘটনা

ঐ ধরনের অপরাধ করিবার ব্যাপারে সাধারণভাবে তাহার প্রবণতা প্রকাশ করিয়া সে কিছু বলিয়াছিল; ইহা অপ্রাসঙ্গিক

 

ধারা-১৫ কোন কাজ আকস্মিক অথবা ইচ্ছাকৃত এই প্রশ্নে যে সমস্ত ঘটনার প্রভাব থাকে (Facts bearing on question whether act was accidental or intentional):

যখন প্রশ্ন উঠে যে, কোন একটি কার্য ইচ্ছাকৃত না আকস্মিক অথবা বিশেষ জ্ঞান বা ইচ্ছা সহকারে করা হইয়াছে, তখন যদি ঐ কার্য এমন সদৃশ ঘটনা সমষ্টির অংশ হয়, যাহার প্রত্যেকটি ঘটনার সহিত উক্ত কার্যের কর্তা সংশ্লিষ্ট; তবে ঐ কার্য প্রাসঙ্গিক

 

উদাহরণ

(ক) '' তাহার বাড়ির উপর বীমাকৃত টাকা পাইবার উদ্দেশ্যে বাড়ি পোড়াইয়া দেওয়ার অপরাধে অভিযুক্ত হইয়াছে একাধিকক্রমে '' কতিপয় বাড়িতে বাস করিয়াছে; প্রত্যেকটি বাড়িই বীমাকৃত ছিল প্রত্যেক বাড়িতেই অগ্নিকান্ড ঘটিয়াছিল এবং প্রত্যেক অগ্নিকান্ডের পর ভিন্ন ভিন্ন একেকটি বীমা অফিস হইতে সে টাকা লইয়াছিল; এইগুলি প্রাসঙ্গিক কারণ এইগুলি প্রকাশ করে যে, অগ্নিকান্ডগুলি আকস্মিক দুর্ঘটনা ছিল না

(খ) ''-এর খাতকদের নিকট হইতে টাকা গ্রহণের জন্য '' কর্মচারী নিযুক্ত হইয়াছে '' যে টাকা গ্রহণ করিবে তাহা খাতায় জমা করা ''-এর কর্তব্য একটি ক্ষেত্রে সে প্রকৃতপক্ষ যত টাকা গ্রহণ করিয়াছে তাহা অপেক্ষা কম টাকা খাতায় জমা করিয়াছে

প্রশ্ন হইতেছে, এই মিথ্যা জমা আকস্মিক না ইচ্ছাকৃত

ঐ খাতায় '' অন্যান্য যেই সমস্ত জমা লিখিয়াছে, সেইগুলি মিথ্যা এবং প্রত্যেক ক্ষেত্রেই মিথ্যা জমা ''-এর অনুকূলে হইয়াছে, এইগুলি প্রাসঙ্গিক

(গ) '' প্রতারণামূলকভাবে ''-কে একটি অচল টাকা দেওয়ার অপরাধে অভিযুক্ত হইয়াছে প্রশ্ন হইতেছে টাকাটি অর্পণ আকস্মিক ঘটনা কিনা

''-কে টাকাটি দেওয়ার অব্যবহিত পূর্বে বা অব্যবহিত পরে '' অনুরূপ অছল টাকা '', ''''-কে দিয়অছে এইগুলি প্রাসঙ্গিক; কারণ এইগুলি হইতে প্রতীয়মান হয় যে, ''-কে অচল টাকা দেওয়া আকস্মিক ঘটনা নহে

 

ধারা- ১৬ কাজের ক্ষেত্রে কোন রীতির অস্তিত্ব করা হইয়াছে কিনা, তখন যে কার্যক্রমে ঐ কার্যটি স্বাভাবিকভাবে করা হইত; সেইরূপ কোন কার্যক্রমের অস্তিত্ব প্রাসঙ্গিক বিষয়

 

উদাহরণ

(ক) প্রশ্ন হইতেছে, একটি চিঠি প্রেরিত হইয়াছে বিনা ডাকে দেওয়ার জন্য সমস্ত চিঠি এক জায়গায় জমা করা সাধারণ কার্যপদ্ধতি ছিল এবং সেই চিঠিখানি সেই জায়গায় রাখা হইয়াছিল এইগুলি প্রাসঙ্গিক

(খ) প্রশ্ন হইতেছে, কোন একটি চিঠি ''-এর নিকট পৌছাইয়াছে কিনা চিঠিখানি যথারীতি ডাকে দেওয়া হইয়াছে এবং ডেডলেটার অফিসের মাধ্যমে উহা ফেরত আসে নাই; এইগুলি প্রাসঙ্গিক

 

 

স্বীকৃতি

Admissions

 

ধারা- ১৭ স্বীকৃতি সংজ্ঞা(Admission defined)

স্বীকৃতি হইতেছে, মৌখিক বা লিখিত উক্তি; যাহা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন সিদ্ধান্তের সূচনা করে এবং যাহা পরে বর্ণিত ব্যক্তিগণের মধ্যে কেহ বর্ণিত পরিস্থিতিতে করে

 

ধারা- ১৮ স্বীকৃতি (Admission) :

মামলার পক্ষ বা তাহার প্রতিনিধি কর্র্তক; প্রতিনিধিত্বমুলক চরিত্রে বাদী কর্তৃক; মামলার বিষয়বস্তুতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক যাহা নিকট হইতে স্বার্স্থপ্রাপ্তি ঘটিয়াছে তৎকর্তৃক মামলার পক্ষ অথবা পক্ষের প্রতিনিধি, আদালত যাহাকে সংশ্লিষ্ট অবস্থায় উক্ত পক্ষের প্রতিনিধি হিসাবে বিবৃতি দানের জন্য প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ক্ষমতাপ্রাপ্ত বলিয়া মনে করেন, তিনি কোন বিবৃতি দিলে তাহা স্বীকৃত

 

কোন প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করেন; তাহা প্রতিনিধি হিসাবে প্রদত্ত না হইয়া থাকিলে স্বীকৃতি নহে

১. মামলার বিষয়বস্তুতে যাহার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে এবং অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসাবে যখন তিনি বিবৃতি দান করেন, সেই বিবৃতি; অথবা

২. মামলার পক্ষগণ যে সকল ব্যক্তির নিকট হইতে মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করিয়াছে তাহাদের বিবৃতি, যদি উক্তরূপ স্বার্থ বজায় থাকাকালে প্রদত্ত হয়, তবে তাহা স্বীকৃতি

 

ধারা- ১৯ মামলার পক্ষের সহিত যাহার সম্পর্ক অবশ্যই প্রমাণ করিতে হইবে এইরূপ ব্যক্তির স্বীকৃতি (Admissions by persons whose position must be proved as against party to suit) :

মামলার কোন পক্ষের বিপরীতে যে সকল ব্যক্তির অবস্থা বা দায়িত্ব প্রমাণ করা প্রয়োজন, তাহাদের বিবৃতি স্বীকৃতিরূপে গণ্য, যদি তাহা ঐ সকল ব্যক্তির বিপরীতে অনুরূপ অবস্থা বা দায়িত্ব প্রসঙ্গে তাহাদের দ্বারা বা তাহাদের বিরুদ্ধে আনীত কোন মামলা প্রাসঙ্গিক হয় এবং বিবৃতি দানের সময় যদি বিবৃতিদাতার অনুরূপ অবস্থা বা দায়িত্ব বিদ্যামান থাকে

 

উদাহরণ

'' ''-এর পক্ষে খাজনা আদায় করিবার দায়িত্ব গ্রহণ করিল

''-এর নিকট হইতে ''-এর প্রাপ্ত ভাড়া আদায় করিবার অভিযোগে

''-এর বিরুদ্ধে '' মামলা দায়ের করিল

''-এর নিকট হইতে ''-এর ভাড়া পাওনা থাকিবার কথা ''- অস্বীকার করিল

'' এই মর্মে বিবৃতি দেয় যে, '' তাহার নিকট ভাড়া পাইবে, ইহা স্বীকৃত এবং '' যদি এইকথা অস্বীকার করে যে, ''-এর নিকট ''-এর ভাড়া পাওনা আছে, তবে ''-এর বিবৃতি ''-এর বিপক্ষে প্রাসঙ্গিক ঘটনা

 

ধারা- ২০ মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লিখিত ব্যক্তির স্বীকৃতি (Admissions by persons expressly referred to be party to suit) :

মামলার কোন পক্ষ বিবাদভুক্ত কোন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যভাবে যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে তাহাদের বিবৃতি স্বীকৃতি

 

উদাহরণ

প্রশ্নে হইতেছে '' কর্তৃক ''-এর নিকট বিক্রিত একটি ঘোড়া সুস্থ কিনা '' ''-কে বলিল ''-এর নিকট গিয়া বিজ্ঞাসা কর '' এই সম্পর্কে সব কিছু জানে, ''-এর বিবৃতি স্বীকৃতি

 

ধারা- ২১ যে ব্যক্তি স্বীকার করে বা যাহার পক্ষ হইতে স্বীকার করা হয় তাহার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ (Proof of admission against persons making them, and by or on thier behalf) :

স্বীকৃতিসমূহ প্রাসঙ্গিক এবং স্বীকৃতিকারী বা তাহার স্বার্থসংশ্লিষ্ট প্রতিনিধির বিপক্ষে উহা প্রমাণ করা যাইতে পারে; কিন্তু স্বীকৃতিকারী বা তাহার স্বার্থসংশ্লিষ্ট প্রতিনিধি কর্তৃক বা তাহার পক্ষ হইতে উহা নিম্নলিখিত ক্ষেত্রমসূহ ব্যতীত প্রমাণ করা যাইবে নাঃ

১. স্বীকৃতি যদি এইরূপ হয় যে, স্বীকৃতিকারীর মৃত্যু হইলে উহা ৩২ ধারা অনুসারে তৃতীয় পক্ষদের মধ্যে প্রাসঙ্গিক হইবে; তাহা হইলে স্বীকৃতিকারী বা তাহার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি কর্তৃক বা তাহার পক্ষ হইতে উহা প্রমাণ করা যাইতে পাবে

২. স্বীকৃতিতে যদি মানসিক বা দৈহিক এমন কোন অবস্থার অস্তিত্ব সম্পর্কে বিবৃতি থাকে, যাহা প্রাসঙ্গিক বা বিচার্য এবং উক্ত মানসিক বা দৈহিক অবস্থা বিদ্যমান থাকাকালে বা নিকটবর্তী সময়ে যদি সেই বিবৃতি দেওয়া থাকে এবং করা অসম্ভব হইয়া পড়ে; তবে স্বীকৃতিকারী কর্তৃক বা তাহার পক্ষ হইতে উহা প্রমাণ করা যাইতে পারে

৩. কোন স্বীকৃতি যদি স্বীকৃতি হিসাবে না হইয়া অন্যভাবে প্রাসঙ্গিক হয়, তবে স্বীকৃতিকারী কর্তৃক বা তাহার পক্ষ হইতে উহা প্রমাণ করা যাইতে পারে

 

উদাহরণ

(ক) ''''-এর মধ্যে প্রশ্ন উঠিয়াছে একখানা দলিল জাল কিনা '' বলে যে, দলিলখানি অকৃত্রিম; '' বলে যে, উহা জাল

দলিলখানি খাঁট, এই মর্মে ''-এরর বিবৃতি '' প্রমাণ করিতে পারে এবং দলিলখানি জাল, এই মর্মে ''-এর একটি বিবৃতি '' প্রমাণ করিতে পারে; কিন্তু দলিলখানি খাঁটি, এই মর্মে '' তাহার নিজের বিবৃতি প্রমাণ করিতে পারে না এবং দলিলখানি জাল এই মর্মে '' তাহার নিজের বিবৃতি প্রমাণ করিতে পারে না

(খ) জাহাজের কাপ্তান '' জাহাজ বিপথে লইয়া গিয়াছে; অভিযোগে তাহার বিচার হইতেছে এই মর্মে সাক্ষ্য দেওয়া হইয়াছে যে, জাহাজটিকে উহার যথার্থ গতিপথ হইতে সরাইয়া লওয়া হইয়াছিল

'' তাহার স্বাভাবিক রীতি অনুযায়ী খাতা রাখিয়াছিল ইহাতে তাহার দৈনিক মন্তব্যসমূহ লিপিবদ্ধ ছিল এবং ঐ সমস্ত মন্তব্য হইতে প্রতীয়মান হয় যে, জাহাজটিকে উহার যথার্থ গতিপথ হইতে সরাইয়া লওয়া হয় নাই; ঐ খাতা '' আদালতে দাখিল করিল খাতার ঐ বিবৃতিগুলি সে প্রমাণ করিতে পারে, কারণ তাহার মৃত্যু হইলে ৩২ ধারার (২) অনুচ্ছেদ অনুসারে ঐগুলি তৃতীয় পক্ষদের ব্যাপারে গ্রহণযোগ্য সাক্ষ্য হইবে

(গ) চট্টগ্রামে একটি অপরাধ করার দায়ে '' অভিযুক্ত হইয়াছে ঠাকা হইতে ঐ তারিখে তাহার লেখা এবং ঐ তারিখে ঢাকা ডাক চিহ্ন দেওয়া একটি চিঠি সে উপস্থাপন করিল

চিঠির তারিখের অন্তর্গত বিবৃতি গ্রহণযোগ্য কারণ, ''-এর মৃত্যু হইলে ৩২ ধারার (২) অনুচ্ছেদ অনুসারে উহা গ্রাহণযোগ্য হইবে

(ঘ) চোরাইমাল বলিয়া জানা সত্ত্বেও চোরাইমাল গ্রহণ করিবার দায়ে '' অভিযুক্ত হইয়াছে

সে প্রমাণ করিতে চায় যে, ঐ মালের প্রকৃত মূল্য অপেক্ষা কম মূল্যে উহা বিক্রয় করিতে সে অস্বীকার করিয়াছিল এই সমস্ত বিবৃতি স্বীকৃতি হইলেও সে এই প্রমাণ করিতে পারে কারণ এইগুলির মধ্যে বিচার্য বিষয়ের দ্বারা প্রভাবিত আচরণের ব্যাখ্যা আছে

(ঙ) অচল মুদ্রা বলিয়া জানা সত্ত্বেও প্রতারণামূলক অচল মুদ্রা স্বীয় দখলে রাখিবার দায়ে '' অভিযুক্ত হইল

 

সে প্রমাণ করিতে চায় যে, ঐ মুদ্রা অচল কিনা সন্দেহ হওয়ায় তৎসম্পর্কে বিশেষজ্ঞ একজন লোককে সে উহা পরীক্ষা করিতে বলিয়াছিল, এবং সেই ব্যক্তি উহা পরীক্ষা করিয়া তাহাকে জানাইয়াছিল যে, উহা খাঁটি

 

পূর্ববর্তী উদাহরণে বর্ণিত কারণে '' এই ঘটনাগুলি প্রমাণ করিতে পারে

 

ধারা- ২২ দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক (When oral admission as to contents of documents are relevant) :

দলিলে বিধৃত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয় না, যদি না এবঙ যতক্ষণ পর্যন্ত না যে পক্ষ দলিল প্রমাণ করিতে চায়, সেই পক্ষ দেখায় যে, এই আইনে অতঃপর বর্ণিত নিয়মানুসারে উক্ত দলিলে বিধৃত ভিয়, সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার তাহার আছে, অথবা যতক্ষণ পর্যন্ত না দাখিলকৃত দলিলের অকৃত্রিমতা সম্পর্কে প্রশ্নে উঠে

 

ধারা- ২৩ দেওয়ানী মামলায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক (Admission in Civil cases, when relevant) :

দেওয়ানী মামলায় কোন স্বীকৃতি যদি এইরূপ প্রকাশ্য শর্তাধীন করা হয়, উহা সম্পর্কে কোন সাক্ষ্য দেওয়া হইবে না অথবা যদি এইরূপ পরিস্থিতিতে করা হয় যে, উহা সম্পর্কে কোন সাক্ষ্য দেওয়া হইবে না বলিয়া পক্ষগণের মধ্যে চুক্তি হইয়াছে বলিয়া আদালত অনুমান করিতে পারে; তবে তাহা প্রাসঙ্গিক হইবে না

 

ব্যাখ্যা : কোন ব্যারিস্টার, এডভোকেট এটর্নি বা উকিল ১২৬ ধারা অনুসারে কোন বিষয় সাক্ষ্য দিতে বাধ্য থাকিলে এই ধারায় কোন বিধান অনুসারে তিনি সাক্ষ্য দেওয়া হইতে অব্যাহতি পাইবেন বলিয়া ধরা যাইবে না

 

ধারা- ২৪ প্রলোভন দেখাইয়া, ভীতি প্রদর্শন করিয়া বা প্রতিশ্রুতি দিয়া স্বীকারোক্তি আদায় করা হইলে ফৌজদারী মামলায় যখন তাহা প্রাসঙ্গিক (Confession caused by inducement, threat or proumise when irrelevant in criminal proceeding) :

আসামী ফৌজদারী মামলায় তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে দোষ স্বীকার করিলে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে, ক্ষমতাসম্পন্ন কোন ব্যক্তির দ্বারা প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতি দানের ফলে আসামী তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে দোষ স্বীকার করিয়াছে এবং আদালত যদি মনে করেন যে, উহার ফলে আসামী মামলায় পার্থিব কোন সুবিধা পাইবে বা কোন অসুবিধা এড়াইতে পারিবে বলিয়া আসামীর ধারণা হওয়ার যথেষ্ট কারণ ঘটিয়ছিল তবে আসামীর সেই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক

 

ধারা- ২৫ পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রদান করা হইবে না (Confession to police officer not to be proved) :

অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার করিয়া থাকিলে তাহা তাহার বিরুদ্ধে প্রমাণ করা যাইবে না

 

ধারা- ২৬ আসামী পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত স্বীকারোক্তি তাহার বিরুদ্ধে প্রমাণ করা চলিবে না (Confession by accused while in custody of police not to be proved against him) :

পুলিশ অফিসারের হেফাজতে থাকাকালে কোন ব্যক্তি দোষ স্বীকার করিলে তাহা যদি কোন ম্যাজিষ্ট্রেটের সাক্ষাৎ উপস্থিতিতে না হয়, তবে তাহা ঐ ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাইবে না

 

ব্যাখ্যা : এই ধারায় 'ম্যাজিষ্ট্রেট' বলিতে ম্যাজিষ্ট্রেটের কার্য সম্পাদনকারী গ্রাম্য প্রধানকে বুঝাইবে না তবে গ্রাম্য প্রধান যদি ১৮৯৮ সালের ফৌজাদারী কার্যবিধি অনুসারে ম্যাজিষ্ট্রেটের কার্যাদি সম্পাদন করিয়া থাকেন, তবে তাহা হইলে বুঝাইবে

 

ধারা- ২৭ আসামীর নিকট হইতে প্রাপ্ত যতটা প্রমাণ করা যাইতে পারে (How much of information received from accused may be proved) :

তবে, কোন বিষয় সম্পর্কে যদি এইরূপ সাক্ষ্য পাওয়া যায় যে, অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশ অফিসারের হেফাজতে ছিল এবং তাহার নিকট হইতে প্রাপ্ত খবরের ফলে একটি বিষয় উদঘাটিত হইয়াছে, তাহা হইলে খবরের যে অংশ উদঘাটিত বিষয়ের সহিত স্পষ্টরূপে সংশ্লিষ্ট, তাহা স্বীকারোক্তি হউক বা না হউক, প্রমাণ করা যাইতে পারে

 

ধারা- ২৮ প্রলোভন, ভীতি ও প্রতিশ্রুতিজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক (Confession made after removal of impression caused by inducement, threat or promise, relevant) :

যেরূপ দোষ স্বীকারের বিষয় ২৪ ধারায় উল্লেখ করা হইয়াছে তদ্রূপ দোষ স্বীকার যদি প্রলোভন, ভীতিপ্রদর্শন বা প্রতিশ্রুতিদানের ফলে সৃষ্ট ধারণা আদালতের মতে পূর্ণভাবে অপসারিত হওয়ার পর করা হয়, তবে তাহা প্রাসঙ্গিক

 

ধারা- ২৯ দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হইলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদির দরুণ তাহা অপ্রাসঙ্গিক হইবে না (Confessions otherwise relevant not to become irrelevant because of promise of secrecy, etc.) :

অনুরূপ দোষ স্বীকার যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তবে কেবলমাত্র এই কারণে উহা অপ্রাসঙ্গিক হইবে না যে, গোপনীয়তা প্রতিশ্রুতিতে উহা হইয়াছে অথবা আসামীর উপর প্রতারণা করিয়া উহা আদায় করা হইয়াছে অথবা যে মাতাল থাকাকালে উহা করিয়াছে অথবা যে প্রশ্নের উত্তর দিতে আসামী বাধ্য নহে; যে আকারেই সেই প্রশ্ন করা হইয়া থাকুক, তাহার উত্তরে সে উহা করিয়াছে অথবা সে যে অনুরূপ দোষ স্বীকার করিতে বাধ্য নহে এবং দোষ স্বীকার তাহার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হইতে পারে সে বিষয় তাহাকে সতর্ক করিয়া না দেওয়ার ফলে সে উক্ত দোষ স্বীকার করিয়াছে

 

ধারা- ৩০ প্রমাণিত যে স্বীকারোক্তি উক্ত স্বীকারোক্তিকারকও তাহার সহিত একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে তাহা বিবেচনা (Consideration of proved condrssion affecting person making it and others jointly under trial for same offence) :

যেখানে একই অপরাধে একাধিক ব্যক্তির যৌথভাবে বিচার হইতেছে এবং তাহাদের মধ্যে একজনের দোষ স্বীকার, যাহা দ্বারা সে নিজকে ও অন্যকে জড়িত করিয়াছে, তাহা প্রমাণ করা হইয়াছে; সেখানে আদালত উক্ত দোষ স্বীকারকারী ও অপর ব্যক্তির বিরুদ্ধে সেই দোষ স্বীকারের বিবেচনা করিতে পারেন

 

ব্যাখ্যা : এই ধারায় ব্যবহৃত অপরাধ বলিতে সেই অপরাধ করিবার সহায়তা ও অপরাধ করিবার প্রচেষ্টাও বুঝাইবে

 

উদাহরণ

(ক) ''-কে হত্যা করার অপরাধে ''''-এর যৌথভাবে বিচার হইতেছে প্রমাণ করা হইয়াছে যে, '' বলিয়াছিল '' ও আমি ''-কে হত্যা করিয়াছিলাম আদালত ''-এর বিরুদ্ধে এই দোষ স্বীকার বিবেচনা করিতে পারেন

(খ) ''-কে হত্যা করিবার অপরাধে ''-এর বিচার হইতেছে সাক্ষ্য পাওয়া গিয়াছে যে, '''' কর্তৃক '' নিহত হইয়াছে এবং '' বলিয়াছে '' ও আমি ''-কে হত্যা করিয়াছি

 

এইক্ষেত্রে আদালত ''-এর উক্তি বিবৃতি ''-এর বিরুদ্ধে বিচেনা নাও করিতে পারেন কারণ ''-এর সহিত যৌথভাবে ''-এর বিচার হইতেছে না

 

ধারা- ৩১ স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, তবে প্রমাণে বাধা সৃষ্টি করিতে পারে (Admissions not conclusive proof, but may estop) :

স্বীকৃতি স্বীকৃত বিষয় সম্পর্কে চূড়ান্ত প্রমাণ নহে তবে তাহা অত্র আইনের অতঃপর বর্ণিত বিধানসমূহ অনুসারে প্রতিবাদ হিসাবে সার্যকরী হইতে পারে

 

 

যে সকল লোককে সাক্ষীরূপে আবহান করা

যায় না তাহাদের বিবৃতি

(Statements by persons who cannot be called as witnesses)

 

 

ধারা- ৩২ যে ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি হইয়াছে প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে তাহার বিবৃতি যে সমস্ত ক্ষেত্রে প্রাসঙ্গিক (Cases in which stabement of relevant fact by person who is dead or cannot be found, etc. is relevant) :

যে ব্যক্তি মৃত অথবা যাহাকে খুঁজিয়া পাওয়া যায় না অথবা যে সাক্ষ্য দিবার অযোগ্য হইয়া পড়িয়াছে অথবা যাহাকে হাজির করা এইরূপ সময় ও ব্যয়সাপেক্ষ যে, সংশ্লিষ্ট মামলার অবস্থা বিবেচনায় আদালতের মতে তাহা অযৌক্তিক; সেইরূপ ব্যক্তির লিখিত বা মৌখিক বিবৃতি নিম্নলিখিত ক্ষেত্রে প্রাসঙ্গিক ঘটনা :

(১) যে ক্ষ্ত্রেসমূহে মৃত ব্যক্তির কারণ সম্পর্কে উঠে, সেইক্ষেত্রে ঐ ব্যক্তি তাহার মৃত্যুর কারণ সম্পর্কে অথবা ঘটনার যেকোন অবস্থার ফলে তাহার মৃত্যু ঘটিয়াছে, তঃসংশ্লিষ্ট কোন পরিস্থিতি সম্পর্কে যদি কোন বিবৃতি দিয়া থাকে

অনুরূপ বিবৃতি দেওয়ার সময় বিবৃতিদানকারীর মৃত্যুর আশংকা উপস্থিত হইয়া থাকুক বা না থাকুক এবং যে মামলায় তাহার মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে তাহার প্রকৃতি যাহাই হউক উক্ত বিবৃতি প্রাসঙ্গিক

(২) যেক্ষেত্রে বিবৃতিদানকারী তাহার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বিবৃতি দেয় এবং বিশেষ করিয়া যদি তাহার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বা পেশাগত কর্তব্য সম্পাদন প্রসঙ্গে রক্ষিত স্বারকলিপিতে বা খাতায় উহা লিপিবদ্ধ হয় অথবা যদি তাহার দ্বারা লিখিত বা স্বাক্ষরিত অর্থ, পণ্য ঋণপত্রে বা সম্পত্তির প্রাপ্তি স্বীকারের রসিদে উক্ত বিবৃতি লিপিবদ্ধ হয় অথবা যদি তাহার দ্বারা লিখিত বা স্বাক্ষরিত বাণিজ্যে ব্যবহৃত দলিলে উহা লিপিবদ্ধ হয় অথবা উহা যদি ঐ ব্যক্তির লিখিত বা স্বাক্ষরিত চিঠি বা সাধারণ যে কাগজে তারিখ দেওয়া হয়, তদ্রূপ কোন দলিলে তারিখ প্রসঙ্গে লিপিবদ্ধ হয়

(৩) সেই বিবৃতি যদি বিবৃতিদানকারীর আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হয় অথবা বিবৃতি যদি এইরূপ হয় যে, তাহা সত্য হইলে তাহার বিরুদ্ধে ফৌদারী মামলা বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানী মামলা দাযের হইবার সম্ভাবনা সৃষ্টি হয় বা হইয়া থাকে

(৪) যদি বিবৃতিতে সর্বসাধারণের অধিকার বা প্রচলিত প্রথা বা সাধারণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের অস্তিত্ব সম্পর্কে বিবৃতিদাতার অভিমত ব্যক্ত থাকে এবং যাহার অস্তিত্ব থাকিবে তাহা বিবৃতিদাতার অবগত থাকার সম্ভাবনা থাকে এবং যাহার অস্তিত্ব থাকিবে তাহা বিবৃতিদাতার অবগত থাকার সম্ভাবনা থাকে এবং সেই বিবৃতি যদি সংশ্লিষ্ট অধিখার, প্রথা বা বিষয় সম্পর্কে বিরোধ সৃষ্টি হওয়ার পূর্বেই দেওয়া হইয়া থাকে

(৫) সেই বিবৃতি যদি এমন ব্যক্তিদের মধ্যে রক্তের, বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে হয়, যাহাদের মধ্যে অনুরূপ রক্তের, বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে বিবৃতিদাতার অবগতির বিশেষ সুযোগ থাকে এবং যদি বিরোধভুক্ত প্রশ্নটি উঠিবার পূর্বেই সেই বিবৃতি দেওয়া হইয়া থাকে

(৬) যদি সেই বিবৃতি মৃত ব্যক্তির মধ্যে রক্তের, বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে হয় এবং তাহা যদি মৃত ব্যক্তিদের কাহারও উইল বা পারিবারিক বিষয়াদি সংক্রান্ত কোন দলিলে লিপিবদ্ধ হয় অথবা যদি পারিবারিক কুষ্ঠি, কবরের স্মৃতিফলক, পারিবারিক চিত্র বা অনুরূপ যেই সমস্ত জিনিসের বিবৃতি লিপিবদ্ধ করা হয়, উহা তাহাতে লিপিবদ্ধ হইয়া থাকে এবং যদি বিরোধভুক্ত প্রশ্নটি উঠিবার পূর্বেই সেই বিবৃতি দেওয়া হইয়া থাকে

(৭) যদি সেই বিবৃতি এমন কোন দলিল, উইল বা অন্য দলিলের লিপিভুক্ত হয়, যাহা ১৩ ধারার (ক) অনুচ্ছেদে উল্লিখিত কোন কারবারের সহিত সংশ্লিষ্ট

(৮) যদি সেই বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হইয়া থাকে এবং বিচার্য বিষয়ের সহিত প্রাসঙ্গিক কোন মনোভাব বা ধারণা তাহাতে ব্যক্ত হইয়া থাকে

 

উদাহরণ

(ক) প্রশ্ন হইতেছে, ''-এর দ্বারা '' নিহত হইয়াছে কিনা অথবা ''-এর উপর পাশবিক অত্যাচার হওয়াকালে প্রাপ্ত আঘাতের ফলে সে মারা গিয়া থাকিলে '' তাহার উপর পাশবিক অত্যাচার করিয়াছিল কিনা প্রশ্ন হইতেছে ''-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করিতে পারে

'' তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন বিচারাধীন হত্যা, পাশবিক অত্যাচার বা প্রতিকারযোগ্য অন্যায় কায়ের উল্লেখ করিয়া বিবৃতি দিয়া থাকিলে তাহা প্রাসঙ্গিক বিষয়

(খ) ''-এর জন্ম-তারিখ সম্পর্কে প্রশ্ন উঠিয়াছে

জনৈক মৃত সার্জন তাঁহার দৈনন্দিন কার্যাদি প্রসঙ্গে যে ডাইরী লিখিতেন তাহাতে লিপিবদ্ধ আছে যে, একটি নির্দিষ্ট তারিখে ''-এর মাতার প্রসবকালে তিনি উপস্থিত ছিলেন এবং সেইদিন মহিলার একটি পুত্র সন্তান হইয়াছিল ইহা একটি প্রাসঙ্গিক বিষয়

(গ) প্রশ্ন হইতেছে, বিশেষ একটি দিনে '' চট্টগ্রামে ছিল কিনা, জনৈক মৃত আইন উপদেষ্টা তাঁহার দৈনন্দিন কার্য উপলক্ষে যে ডায়েরী লিখিতেন তাহাতে এই মর্মে একটি বিবৃতি লিপিবদ্ধ আছে যে, একটি বিশেষ দিনে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে ''-এর সহিত আলোচনা করিবার জন্য উক্ত আইন উপদেষ্টা চট্টগ্রামের কোন এক স্থানে ''-এর সহিত সাক্ষাৎ করিয়াছিলেন ইহা প্রাসঙ্গিক বিষয়

(ঘ) প্রশ্ন হইতেছে, একটি জাহাজে কোন বিশেষ দিনে চট্টগ্রাম পোতাশ্রয় হইতে যাত্রা করিয়াছিল কিনা

জাহাজ ভাড়াকারী বণিক প্রতিষ্ঠানের জনৈক মৃত সদস্য তাহাদের লণ্ডনস্থ যে প্রতিনিধির নিকট মাল প্রেরিত হইয়াছিল তাহার নিকট লিখিত পত্রে উল্লেখ করিয়াছিলেন যে, জাহাজটি একটি নির্দিষ্ট দিনে চট্টগ্রাম পোতাশ্রয় হইতে যাত্রা করিয়াছিল ইহা প্রাসঙ্গিক বিষয়

(ঙ) প্রশ্ন হইতেছে, নির্দিষ্ট একটি বিশেষ জমির খাজনা ''-এর পক্ষ হইতে উক্ত খাজনা গ্রহণ করিয়াছিল এবং ''-এর আদেশক্রমে টাকা নিজের নিকট রাখিয়াছিল ইহা প্রাসঙ্গিক বিষয়

(চ) প্রশ্ন হইতেছে, '' এবং '' আইনসম্মতভাবে বিবাহিত কিনা জনৈক পাত্রী এই মর্মে বিবৃতি দিয়াছে যে, এমন পরিস্থিতিতে সে ঐ বিবাহ দিয়াছিল, যখন কোন উৎসব করিলে তাহা অপরাধ হইত ইহা প্রাসঙ্গিক

(ছ) প্রশ্ন হইতেছে, '' যাহাকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না, সে একটি বিশেষ দিনে একটি চিঠি লিখিয়াছিল কিনা

ঐ ব্যক্তির লিখিত চিঠিতে ঐ বিশেষ তারিখ দেওয়া আছে ইহা প্রাঙ্গিক বিষয়

(জ) প্রশ্ন হইতেছে, একটি জাহাজ কি কারণে বিধ্বস্ত হইয়াছিল উক্ত জাহাজের কাপ্তান যাহাকে হাজির করা সম্ভব নহে, তাহার প্রতিবাদ প্রাসঙ্গিক বিষয়

(ঝ) প্রশ্ন হইতেছে, একটি বিশেষ সড়ক সাধারণের ব্যবহার্য রাস্তা কিনা '' জনৈক মৃত গ্রাম্য প্রধান এই মর্মে বিবৃতি দিয়াছিল যে, সড়কটি সাধারণের ব্যবহার্য রাস্তা; ইহা প্রাসঙ্গিক

(ঞ) প্রশ্ন হইতেছে, কোন নির্দিষ্টি দিনে একটি বিশেষ বাজারে খাদ্যশস্যের দর কি ছিল জনৈক কৃত বেনিয়া তাহার স্বাভাবিক ব্যবসায়ের রীতি অনুযায়ী বাজার দর সম্পর্কে যে বিবৃতি দিয়াছিল তাহা প্রাসঙ্গিক বিষয়

(ট) প্রশ্ন হইতেছে, মৃত '' ''-এর পিতা ছিল কিনা '' তাহার পুত্র, এই মর্মে '' যে বিবৃতি দিয়াছিল, তাহা প্রাসঙ্গিক বিষয়

(ঠ) প্রশ্ন হইতেছে, ''-এর জন্ম কোন তারিখে? ''-এর পিতা তাহার বন্ধুকে বিশেষ কোন দিনে ''-এর জন্মের কথা জানাইয়া যে চিঠি দিয়াছিলেন, তাহা প্রাসঙ্গিক বিষয়

(ড) প্রশ্ন হইতেছে, ''''-এর বিবাহ হইয়াছিল কিনা, এবং হইয়া থাকিলে তাহা কবে হইয়াছিল

''-এর পিতা ''-এর একটি স্বারক খাতায় লিপিবদ্ধ আছে যে, একটি বিশেষ দিন ''-এর সহিত তাহার কন্যা ''-এর বিবাহ হয়্ ইহা প্রাসঙ্গিক বিষয়

(ঢ) দোকানের জানালায়, প্রকাশিত একটি বিত্রিত ব্যঙ্গবিত্রের মাধ্যমে মানহানির অভিযোগে '' ''-এর বিরুদ্ধে মামলা রুজু করিল ব্যঙ্গচিত্রের সহিত উহা দ্বারা যে ব্যক্তির মানহানি করা হইয়াছে তাহার সাদৃশ্য এবং চিত্রের মানহানিকর প্রকৃতি লইয়া প্রশ্ন উঠিয়াছে এই প্রশ্নগুলি সম্পর্কে দর্শকদের মন্তব্য প্রমাণ করা যাইতে পারে

 

ধারা-৩৩ কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা (Relevancy of certain evidence for proving, in subsequent proceeding, the truth of facts therein stated) :

সাক্ষী মামলার বিচারক্রমে বা আইনতঃ সাক্ষ্য গ্রহণের ক্ষমতাসম্পন্ন কোন ব্যক্তির নিকট যে সাক্ষ্য দেয় তাহা ঐ সাক্ষীর মৃত্যু হইলে, সন্ধান পাওয়া না গেলে, সে সাক্ষ্য দিতে অসমর্থ হইয়া পড়িলে, বিরুদ্ধ পক্ষ তাহাকে সরাইয়া রাখিলে অথবা তাহাকে উপস্থিত করার জন্য যে সময় ও অর্থের প্রয়োজন, মামলার অবস্থা বিবেচনায় আদালত তাহা অযৌক্তিক বলিয়া মনে করিলে, ঐ সাক্ষীর পূর্বোক্ত সাক্ষ্যে বর্ণিত কোন ঘটনার সত্যতা পরবর্তী কোন মামলায় বা একই মামলার পরবর্তী পর্যায়ে প্রমাণের জন্য প্রাসঙ্গিক হইবেঃ

যদি পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে অথবা তাহাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হয়;

প্রথমোক্ত মামলার সাক্ষীকে যদি বিরুদ্ধপক্ষ জেরা করিবার অধিকার ও সুযোগ লাভ করিয়া থাকে;

শেষোক্ত মামলার বিচার্য প্রশ্ন যদি যথার্থভাবে প্রথমোক্ত মামলার বিচার্য প্রশ্নের অনুরূপ হয়

 

ব্যাখ্যা : কোন ফৌজদারী মামলার বিচার বা তদন্ত অত্র ধারার অর্থ অনুসারে আসামী ও বাদীর মধ্যে মামলা বলিয়া গণ্য হইবে

 

 

বিশেষ অবস্থায় প্রদত্ত বিবৃতি

Statements made under special circumstances

 

৩৪ হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক (Entries in books of account when relevant) :

ব্যবসায়ের রীতি অনুযায়ী রক্ষিত হিসাবের খাতায় লিখিত কোন বিবৃতিতে যখন এমন বিষয়ের উল্লেখ থাকে যে, সে বিষয়ে অনুসন্ধান করা আদালতের কর্তব্য; তখন উহা প্রাসঙ্গিক কিন্তু কেবলমাত্র এইরূপ বিবৃতি কাহারও উপর দায় আরোপ করিবার জন্য যথেষ্ট বলিয়া বিবেচিত হইবে না

 

উদাহরণ

'' ১০০০ টাকার দাবিতে ''-এর বিরুদ্ধে মামলা দায়ের করিল ''-এর নিকট তাহার উক্ত টাকা পাওয়া আছে ইহা প্রমাণ করার জন্য '' তাহার খাতার লেখা হিসাব দেখাইল খাতায় লেখা হিসাবগুলি প্রাসঙ্গিক কিন্তু যদি অন্য কোন সাক্ষ্য না থাকে তবে ''-এর দেনা প্রমাণ করার জন্য উহা যথেষ্ট নহে

 

ধারা-৩৫ কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারী দলিলে লিপিবদ্ধ বিষয়ের প্রাসঙ্গিকতা (Relevancy of entry in public record, made in performance duty) :

সরকারী বা অফিসের খাতায়, রেজিষ্ট্রারে বা নথিতে যদি বিচার্য ঘটনা বা প্রাসঙ্গিক বিষয়ে বিবরণ লিপিবদ্ধ থাকে এবং সরকারী কর্মচারী যদি তাহার সরকারী কর্তব্য পালনকালে উহা লিখিয়া থাকে অথবা অপর কোন ব্যক্তি যদি, যে দেশে উক্ত খাতা রেজিস্টার বা নথি রাখা হইয়াছে তথাকার আইনের বিধান অনুসারে তাহার উপর আরোপিত কর্তব্য পালন প্রসঙ্গে উহা লিখিয়া থাকে, তবে উক্ত লেখা প্রাসঙ্গিক বিষয়

 

ধারা-৩৬ মানচিত্র, চার্ট পরিকল্পনায় প্রকাশিত বিবৃতির প্রাসঙ্গিকতা (Relevancy of statements in maps, charts and plans) :

যে সমস্ত মানচিত্র তালিকা জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ছাড়া হয় অথবা যে সমস্ত মানচিত্র বা নকশা সরকারী কর্তৃত্বাধীনে প্রণীত হয়, তাহাতে সাধারণতঃ যে সমস্ত বিষয় প্রদর্শিত বা বর্ণিত থাকে তৎসংক্রান্ত বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ঐ মানচিত্র তালিকা বা নকশায় কোন বিবৃতি লিপিবদ্ধ থাকলে সেইগুলিও প্রাসঙ্গিক ঘটনা

 

ধারা- ৩৭ কোন আইন বা বিজ্ঞপ্তিতে সাধারণের জ্ঞাতব্য ধরনের সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা (Relevancy of statement as to fact of public contained in certain Acts or notifications) :

গণ-প্রকৃতিমূলক বিষয়ের অস্ত্বি সম্পর্কে আদালতকে যখন অভিমতে উপনীত হইতে হয়, তখন উক্ত বিষয় সম্পর্কে যুক্তরাজ্যের পার্লামেন্টে পাস করা আইনের অথবা দেশের সংসদের পাস করা আইনে অথবা বর্তমানে প্রচলিত আইন অনুসারে গঠিত আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের প্রণীত আইনে অথবা সরকারী বিজ্ঞপ্তিতে অথবা সরকারী গেজেটে প্রকাশিত রাজকীয় প্রতিনিধির বিজ্ঞপ্তিতে অথবা লন্ডন গেজেট বা ইংলন্ডশ্বরের ডোমিনিয়ন, কলোনী বা অধিকৃত রাজ্যের সরকারী গেজেট বলিয়া কথিত মুদ্রিত কাগজে বিবৃতি থাকিলে তাহা প্রাসঙ্গিক ঘটনা

 

ধারা- ৩৮ আইনগ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা (Relevancy of statements as to any law contained in law books) :

কোন দেশের আইন সম্পর্কে যখন আদালতকে অভিমত গ্রহণ করিতে হয়, তখন উক্ত আইন সম্পর্কে ঐ দেশের সরকারের কর্তৃত্বধীন মুদ্রিত ও প্রকাশিত উক্ত আইন সম্বলিত পুস্তকের বিবৃতি এবং ঐ দেশের আদালতসমূহের নজিরের প্রতিবেদন বলিয়া কথিত পুস্তকে প্রকাশিত অনুরূপ প্রতিবেদন প্রাসঙ্গিক

 

 

বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করিতে হইবে

How much of a statement is to be proved

 

 

ধারা-৩৯ বিবৃতি যখন কোন কথোপকথন, দলিল, গ্রন্থ অথবা পত্র বা কাগজ সমষ্টির অংশবিশেষ হয় তখন কি সাক্ষ্য দিতে হইবে (What evidence to be given when statement forms part of a conversation, document, book or series of letter or papers) :

যে বিবৃতি সম্পর্কে সাক্ষ্য দেওয়া হয়, তাহা যখন দীর্ঘ বিবৃতির অথবা কথোপকথনের অথবা বিচ্ছিন্ন দলিলের অংশবিশেষ হয় অথবা এমন দলিলে লিপিবদ্ধ থাকে যাহা একটি পুস্তকের বা পরস্পর সম্পকৃযুক্ত পত্রসমষ্টি বা দলিল সমষ্টির অংশবিশেষ হয়, তখন উক্ত বিবৃতি, কথোপকথন, দলিল, পুস্তক, পত্রসমষ্টি বা দলিল মসষ্টির কেবলমাত্র অনধিক সেই অংশ সম্পর্কে সাক্ষ্য দিতে হইবে; সংশ্লিষ্ট মামলায় উক্ত বিবৃতির প্রকৃতি ও প্রতিক্রিয়া এবং যে পরিস্থিতিতে বিবৃতি প্রদত্ত হইয়াছিল তাহা সম্যক উপলব্ধি করার জন্য আদালত যে অংশ প্রয়োজনীয় বলিয়া মনে করেন

 

 

বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক

Judgements of Courts of Justice, when relecant

 

 

ধারা- ৪০ দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করিবার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক (Previous Judgements relevant to bar a second suit or trial) :

যে রায়, আদেশ বা ডিক্রি আদালতকে আইনত অন্য একটি মামলাকে বিচারার্থ প্রগণ করিতে বা উহার বিচার করিতে বাধা দেয়, সেই রায়, আদেশ বা ডিক্রির অস্তিত্ব তখনই প্রাসঙ্গিক বিষয়, যখন প্রশ্ন দাঁড়ায় যে, উক্ত মামলা বিচারার্থে গ্রহণ করা বা উহার বিচার করা সেই আদালতের পক্ষে উচিত কিনা

 

ধারা- ৪১ প্রবেট, এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে কোন রায়ের প্রাসঙ্গিকতা (Relecancy of certain judgements in probate, etc., jurisdiction) :

প্রবেট, এডমিরালাটি, বিবাহ দেউলিয়াত্ব বিষয়ক এখতিয়ার প্রয়োগকালে কোন উপযুক্ত আদালত উহার চূড়ান্ত রায়, আদেশ বা ডিক্রিবলে যখন কোন আইনগত চরিত্র কাহারও উপর আরোপ করে বা কাহাকেও উহা হইতে বঞ্চিত করে অথবা কোন ব্যক্তিকে অনুরূপ চিরত্রের অধিকারী অথবা নির্দিষ্ট কোন কিছুর অধিকারী বলিয়া ঘোষণা করে এবং সেই অধিকার কোন ব্যক্তিবিশেষরে বিরুদ্ধে নহে, বরং সর্বাত্মক বলিয়া ঘোষণা করে তখন অনুরূপ কোন আইনগত চরিত্র বা অনুরূপ কোন কিছুর উপর কোন ব্যক্তির অধিকারের অস্তিত্ব যদি প্রাসঙ্গিক হয়, তবে উহা চূড়ান্ত রায়, আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক

উক্ত রায়, আদেশ বা ডিক্রি চূড়ান্তরূপে প্রমাণ করে যে, উক্ত রায়, আদেশ বা ডিক্রি দ্বারা যে আইনগত চরিত্র আরোপিত হয় উহা বলবত হওয়ার সময় তাহা উদ্ভুত হইয়াছিল

উক্ত রায়, আদেশ বা ডিক্রি দ্বারা কোন ব্যক্তিকে আইনভিত্তিক সত্তার অধিকার ঘোষণা করা হয়, তাহাকে ঐ ব্যক্তির অধিকার ঘোষণা করিবার সময় উহা উদ্ভূত হইয়াছিল

উক্ত রায়, আদেশ বা ডিক্রি দ্বারা কোন ব্যক্তিকে যে আইনভিত্তিক সত্তা হইতে বঞ্চিত করা হয়, তাহা ঐ ব্যক্তিকে উহা দ্বারা বঞ্চিত করিবার সময় ঐ ব্যক্তি উক্ত সত্তা হারাইয়াছিল

এবং উক্ত রায়, আদেশ বা ডিক্রি দ্বারা কোন ব্যক্তিকে কোন সম্পত্তির অধিকারী ছিল বা থাকা উচিত বলিয়া ঘোষণা করা হয়, সেই সম্পত্তির সময়ে তাহারই সম্পত্তি ছিল

 

ধারা- ৪২ ৪১ ধারায় উল্লিখিত রায় ব্যতীত কোন কোন রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতা ও পরিমাণ (Relevancy and effect of Judgements, orders or decrees, other than those mentioned in section 41) :

৪১ ধারায় বর্ণিত ব্যতীত অন্যান্য রায়, আদেশ বা ডিক্রি যদি তদন্তের সহিত সম্পর্কযুক্ত গণ-প্রকৃতির বিষয়মূলক হয় তবে সেইগুলি প্রাসঙ্গিক; কিন্তু অনুরূপ রায়, আদেশ বা ডিক্রি উহাতে বর্ণিত বিষয়ের চূড়ান্ত প্রমাণ নহে

উদাহরণ

''-এর জমিতে অনধিকার প্রবেশ করিবার জন্য ''-এর বিরুদ্ধে মামলা দায়ের করি '' দাবি করিল যে, ঐ জমিতে সাধারণের চলাচলের অধিকার আছে '' তাহা অস্বীকার করিল

ঐ জমিতে অনধিকার প্রবেশ করিবার জন্য ''-এর বিরুদ্ধে '' মামলা করিয়াছিল সেই মামলায় '' দাবি করিয়াছিল যে, ঐ জমিতে জনসাধারণের চলাচলের অধিকার আছে মামলায় বাদীর অনুকূলে যে ডিক্রি হইয়াছিল তাহা প্রাসঙ্গিক; কিন্তু তাহা অনুরূপ অধিকার থাকা সম্পর্কে চূড়ান্ত প্রমাণ নহে

 

ধারা-৪৩ ৪০ হইতে ৪২ ধারায় উল্লেখিত রায় ইত্যাদি ব্যতীত অন্যান্য রায় ইত্যাদি যখন প্রাসঙ্গিক (Judgements etc., other than those mentioned in sections 40 to when relevant) :

৪০, ৪১ ও ৪২ ধারা ব্যতীত অন্যান্য রায়, আদেশ বা ডিক্রির অস্তিত্ব যদি বিচার্য বিষয় না হয়, বা অত্র আইনের অপর কোন বিধান অনুসারে প্রাসঙ্গিক না হয়, তবে তাহা অপ্রাসঙ্গিক

 

উদাহরণ

(ক) '', '''' কর্তৃক কুৎসামূলক রচনার দ্বারা মানহানি হওয়ার অভিযোগে স্বতন্ত্রভাবে ''-এর বিরুদ্ধে মামলা রুজু করিল উভয় মামলাতেই '' বলিল যে, মানহানিকর বলিয়া কথিত ব্যাপারটি সত্য এবং পরিস্থিতি এইরূপ যে, ব্যাপারটি উভয় ক্ষেত্রেই সত্য হইতে পারে, অথবা কোন ক্ষেত্রেই সত্য নাও হইতে পারে '' তাহার বক্তব্যের যৌক্তিকতা প্রতিষ্ঠা করিতে ব্যর্থ হওয়ায় '' ''-এর বিরুদ্ধে ক্ষতিপূরণের ডিক্রি পাইল ''''-এর মধ্যকার মামলায় উহা অপ্রাসঙ্গিক

(খ) ''-এর স্ত্রী ''-এর সহিত ব্যভিচার করিবার অভিযোগে ''-এর বিরুদ্ধে '' ফৌজদারী মামলা রুজু করিল '' যে ''-এর স্ত্রী, তাহা '' অস্বীকার করিল কিন্তু ব্যভিচারের জন্য আদালত ''-কে শাস্তি দিল

পরবর্তীকালে ''-এর জীবদ্দশায় ''-কে বিবাহ করিবার অভিযোগে একই সময় দুই স্বামী গ্রহণের অপরাধে ''-কে ফৌজদারীতে সোপর্দ করা হইল ''-এর বিরুদ্ধে আদালতের রায় এইক্ষেত্রে ''-এর বিরুদ্ধে অপ্রাসঙ্গিক

(গ) '' তাহার গরু চুরি করিবার অভিযোগে ''-এর বিরুদ্ধে মামলা করিল মামলায় ''-এর সাজা হইল সাজা হইবার পূর্বে '' ''-এর নিকট গরু বিক্রয় করিয়াছিল, সেই গরুর জন্য '' পরবর্তিকালে ''-এর বিরুদ্ধে দেওয়ানী মামলা করিল ''-এর বিরুদ্ধে যে রায় হইয়াছিল; ''''-এর মধ্যকার মামলায় তাহা অপ্রাসঙ্গিক

(ঘ) ''-এর বিরুদ্ধে '' একটি জমি দখলেন ডিক্রি পাইল ইহাতে ''-এর পুত্র '' ''-কে খুন করিল

এইক্ষেত্রে উপরোক্ত রায়ের অস্তিত্ব প্রাসঙ্গিক; কারণ উহা হইতে অপরাধের উদ্দেশ্য প্রতীয়মান হয়

(ঙ) '' চুরির দায়ে অভিযুক্ত হইল এবং ইতিপূর্বে সে চুরির দায়ে দণ্ডিত হইয়াছিল বরিয়া অভিযোগ করা হইল এইক্ষেত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ বিচার্য বিষয়রূপে প্রাসঙ্গিক

(চ) ''-কে খুন করিবার অভিযোগে ''-এর বিচার হইতেছে '' মানহানির অভিযোগে ''-এর বিরুদ্ধে মামলা করিয়াছিল এবং উহাতে '' দোষী সাব্যস্ত হইয়া দণ্ডিত হইয়াছিল ইহা ৮ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক কারণ, ইহা হইতে বিচার্য বিষয়ের অভিপ্রায় প্রতীয়মান হয়

 

ধারা- ৪৪ রায় প্রদানের জন্য প্রবঞ্চনা বা ষড়যন্ত্র অথবা আদালতের অযোগ্যতা প্রমাণ করা যাইতে পারে (Fraud or collusion in obtaining judgement, or incompetency of Court may be proved) :

মামলা বা আদালতের অন্য কার্যক্রমে কোন পক্ষ দেখাইতে পারে যে, ৪০, ৪১ বা ৪২ ধারা অনুসারে প্রাসঙ্গিক এবং বিরুদ্ধ পক্ষ কর্তৃক প্রমাণিত কোন রায়, আদেশ বা ডিক্রি অযোগ্য আদালত কর্তৃক প্রদত্ত হইয়াছিল, অথবা প্রতালনা ও যোগসাজশক্রমে উহা হাসিল করা হইয়াছিল

 

 

তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক

(Opinions of third persons, when relevant

 

 

ধারা- ৪৫ বিশারদের অভিমত (Opinion of experts) :

যখন বিদেশী আইনের কোন প্রশ্নে অথবা বিজ্ঞান বা চারুকলার প্রশ্নে অথবা হস্তলিপি বা টিপসহির সনাক্তির প্রশ্নে আদালতকে কোন অভিমত গ্রহণ করিতে হয়, তখন অনুরূপ বিদেশী আইন, অথবা বিজ্ঞান বা চারুকলার প্রশ্নে অথবা হস্তলিপি বা টিপসহির সনাক্তির প্রশ্নে যে সমস্ত ব্যক্তিবর্গ বিশেষ পারদর্শী; তাহাদের অভিমত অনুরূপ প্রশ্নে প্রাসঙ্গিক বিষয়

ঐ সমস্ত ব্যক্তিকে বিশারদ বলা হয়

 

উদাহরণ

(ক) প্রশ্ন হইতেছে, বিষক্রিয়ার ফলে ''-এর মৃত্যু হইয়াছে কিনা

যে বিষয়ক্রিয়ার ফলে ''-এর মৃত্যু ঘটিয়াছে বলিয়া মনে করা হইতেছে সেই বিষয়ক্রিয়ার ফলে যে সমস্ত লক্ষণ দেখা দেয়, তৎসম্পর্কে বিশারদের অভিমত প্রাসঙ্গিক

(খ) প্রশ্ন হইতেছে, '' কোন একটি বিশেষ কাজ করিবার সময় মানসিক বিকৃতির ফলে ঐ কাজের প্রকৃতি বুঝিতে অপারগ ছিল কিনা অথবা সে যাহা করিতেছিল, তাহা অন্যায় অথবা আইন বিরোধী, এই কথা বুঝিতে অপারগ ছিল কিনা ''-এর মধ্যে যেই সমস্ত লক্ষণ দেখা গিয়াছিল সাধারণতঃ সেইগুলি মানসিক বিকৃতির লক্ষণ কিনা এবং অনুরূপ মানসিক বিকৃতির ফলে কেহ তাহার কর্মের প্রকৃতি অনুধাবন করিতে অপারগ হয় কিনা, অথবা উহার ফলে তাহার কৃতকর্ম যে ভুল বা আইন বিরুদ্ধ তাহা বুঝিতে অপারগ হয় কিনা, সে সম্পর্কে বিশারদের অভিমত প্রাসঙ্গিক

(গ) প্রশ্ন হইতেছে, বিশেষ একটি দলিল ''-এর দ্বারা লিখিত কিনা ''-এর দ্বারা লিখিত কিনা ''-এর দ্বারা লিখিত বলিয়া প্রমাণিত বা স্বীকৃত হইয়াছে, এমন অপর একটি দলিল দাখিল করা হইল

উভয় দলিল একই লোকের অথবা ভিন্ন ভিন্ন লোকের দ্বারা লিখিত কিনা সে প্রশ্নে বিশারদের অভিমত প্রাসঙ্গিক

 

ধারা- ৪৬ বিশারদের অভিমতের সহিত সংশ্লিষ্ট ঘটনা (Facts bearing upon opinions of experts) :

বিশারদের অভিমত যখন প্রাসঙ্গিক, তখন যে সমস্ত বিষয় উক্ত অভিমত সমর্থন করে অথবা উক্ত অভিমতের সহিত সামঞ্জস্যহীন, সেইগুলি প্রাসঙ্গিক; যদিও সেইগুলি অন্যভাবে প্রাসঙ্গিক নহে

 

উদাহরণ

(ক) প্রশ্ন হইতেছে, ''-কে কোন বিশেষ একটি বিষ প্রয়োগ করা হইয়াছিল কিনা অন্যান্য যাহাদিগকে ঐ বিষ প্রয়োগ করা হইয়াছিল, তাহাদের মধ্যে এমন কতকগুলি লক্ষণ দেখা গিয়াছিল; বিশারদবৃন্দ যেগুলিকে এই বিষের লক্ষণ বলিয়া স্বীকার বা অস্বীকার করিয়াছিল ইহা প্রাসঙ্গিক

(খ) প্রশ্ন হইতেছে, একটি পোতাশ্রয়ে যে প্রতিবন্ধকা সৃষ্টি হইয়াছে, তাহা একটি সামুদ্রিক প্রাচীরের দ্বারা হইয়াছে কিনা

অন্যান্য পোতাশ্রয় অন্যান্য ব্যাপারে একই অবস্থায় অবস্থিত, অথচ সেখানে অনুরূপ কোন সামুদ্রিক প্রাচীর নাই একই সময়ে সেইগুলিতেও প্রতিবন্ধকতা সৃষ্টি হইতে শুরু করিয়াছে, ইহা প্রাসঙ্গিক

 

ধারা- ৪৭ হস্তলিপি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক (Opinions as to handwriting, when relevant:

একটি দলিল কোন ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হইয়াছে সেই সম্পর্কে আদালতকে যখন কোন অভিমত গ্রহণ করিতে হয়, তখন যে ব্যক্তির দ্বারা ইহা লিখিত বা স্বাক্ষরিত হইয়াছে বলিয়া মনে করা হইতেছে, সেই ব্যক্তির দ্বারা উহা দ্বারা উহা লিখিত বা স্বাক্ষরিত হইয়াছে বা হয় নাই এই মর্মে উক্ত ব্যক্তির হস্তলিপির সহিত পরিচিত লোকের অভিমত প্রাসঙ্গিক

 

ব্যাখ্যা : এক ব্যক্তি যখন অপর কোন ব্যক্তিকে লিখিতে দেখিয়াছে, অথবা যখন সেই ব্যক্তির নিকট প্রেরিত নিজের লিখিত বা নিজ কর্তৃত্বে লিখিত কোন লিপির উত্তরে তাহার নিকট হইতে তাহার দ্বারা লিখিত বলিয়া প্রতীয়মান লিপি পাইয়াছে অথবা যখন কারবারের স্বাভাবিক ক্রমানুযায়ী সেই ব্যক্তির দ্বারা লিখিত বলিয়া প্রতীয়মান কাগজপত্র বরাবরই তাহার নিকট দাখিল হইয়া অঅসিতেছে তখন প্রথমোক্ত ব্যক্তি শেষোক্ত ব্যক্তির হস্তলিপির সহিত পরিচিত বলিয়া ধরা হয়

 

উদাহরণ

প্রশ্ন হইতেছে, একটি বিশেষ চিঠি লণ্ডনস্থ ব্যবসায়ী ''-এর হাতের লেখা কিনা '' চট্টগ্রামস্থ একজন ব্যবসায়ী সে ''-এর নিকট চিঠিপত্র লিখিয়া উত্তর পাইয়াছে এবং ঐগুলি ''-এর তাহের লেখার বলিয়া প্রতীয়মান হয় ''-এর কেরানী ''-এর কর্তব্য হইল ''-এর চিঠিপত্র দেখা ও নথিবদ্ধ করা '' তাহার দালাল ''-এর সহিত পরামর্শ করার জন্য ''-এর নিকট হইতে প্রাপ্ত চিঠিগুলি বরাবর ''-কে দেখাইয়া থাকে '' '' অথবা '' কেহই যদিও ''-কে লিখিতে দেখে নাই, তথাপি বিশেষ চিঠিখানি ''-এর হাতের লেখা কিনা, সে প্রশ্নে '' ''''-এর অভিমত প্রাসঙ্গিক

 

ধারা- ৪৮ অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক (Opinion as to existence of right or custom, when relevant) :

কোন সাধারণ প্রথা বা অধিকারের অস্তিত্ব সম্পর্কে যখন আদালতকে কোন অভিমত গ্রহণ করিতে হয়, তখন উক্ত প্রথা বা অধিকারের অস্তিত্ব থাকিলে যে সকল ব্যক্তির পক্ষে তাহা জানা স্বাভাবিক, উহার অস্তিত্ব সম্পর্কে তাহাদের অভিমত প্রাসঙ্গিক

 

ব্যাখ্যা : "সাধারণ প্রথা বা অধিকার" কথাটি বলিতে যথেষ্ট সংখ্যক লোকের একটি শ্রেণীর মধ্যে সাধারণভাবে প্রচলিত প্রথা বা অধিকারও বুঝায়

 

উদাহরণ

কোন একটি গ্রামের অধিবাসীদের নির্দিষ্ট কোন একটি কূপের পানি ব্যবহার করিবার অধিকার থাকিলে, তাহা বর্তমান ধারার অর্থ অনুযায়ী সাধারণ অধিকার

 

ধারা- ৪৯ প্রচলিত রীতিনীতি ইত্যাদি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক (Opinion as to usages tenets etc., when relevant) :

আদালতকে যখন কোন মানব সংঘ বা পরিবারের প্রচলিত রীতি এবং মতবাদ, কিংবা কোন ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের শাসনতন্ত্র ও পরিচালনা অথবা কোন বিশেষ জেলায় বা বিশেষ শ্রেণীর লোকের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ সম্পর্কে অভিমত গ্রহণ করিতে হয়, তখন ঐ বিষয়গুলিতে যাহাদের জ্ঞান লাভের বিশেষ সুযোগ আছে, তাহাদের অভিমত প্রাসঙ্গিক বিষয়

 

ধারা- ৫০ আত্মীয়তা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক (Opinion on relationship, when relevant) :

যখন এক ব্যক্তির সহিত অপর এক ব্যক্তির সম্পর্কের ব্যাপারে আদালতকে অভিমত গ্রহণ করিতে হয়, তখন পরিবারের সদস্য হিসাবে অথবা অন্যভাবে এই ব্যাপারে যাহার জ্ঞান লাভের বিশেষ সুযোগ আছে, উক্ত সম্পর্কের অস্তিত্ব সম্পর্কে তাহার আচরণের মাধ্যমে যে অভিমত ব্যক্ত হয়, তাহা প্রাসঙ্গিক বিষয়

তবে, তালাক আইনের কোন মামলায় বিবাহ প্রমাণ করিবার জন্য অথবা দণ্ডবিধির ৪৯৪, ৪৯৫, ৪৯৭ বা ৪৯৮ ধারার কোন নালিশে উক্ত অভিমত যথেষ্ট বিবেচিত হইবে না

 

উদাহরণ

ক) প্রশ্ন হইতেছে, '''' পরস্পর বিবাহিত কিনা তাহাদের বন্ধু-বান্ধবেরা সাধারণত তাহাদিগকে স্বামী-স্ত্রী হিসাবে অভ্যর্থনা করে এবং তাহাদের সহিত তদ্রূপ ব্যবহার করে, ইহা প্রাসঙ্গিক ঘটনা

খ) প্রশ্ন হইতেছে, '' ''-এর বৈধ পুত্র কিনা পরিবারের সদস্যবৃন্দ সর্বদা ''-এর সহিত তদ্রূপ ব্যবহার করিয়াছে, ইহা প্রাসঙ্গিক ঘটনা