ধর্মীয় সংক্রান্ত জমির মওকুফকৃত খাজনা পুনরায় ধার্যকরণের মামলা পরিচালনা
১৯৫০ সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৫১ (বি) ধারা মোতাবেক ইতপূর্বে মাফকৃত খাজনা পুনঃধার্যকরণের বিধান রাখা হয়েছে- অত্র ধারায় মোট ৪টি উপধারা রয়েছে; তন্মধ্যে (৩) উপধারটি বাতিল বলে গণ্য করা হয়েছে। অর্থাৎ ১৫১এ ধারা অনুযায়ী ধর্মীয় স্থান সমূহের খাজনা মাফ করা হয়্ পরবর্তীতে ঐ স্থানসমূহ যদি ধর্মীয় সংক্রান্ত কাজে ব্যবহার না করা হয়, তাহলে জেলা প্রশাসক স্বযং বা কোন আবেদনের ভিত্তিতে ১৫ দিনের নোটিশ দিয়ে যথারীতি উভয় পক্ষগণকে শুনানী অন্তে পূর্ব আদেশ বাতিল করে দিয়ে খাজনা পুনঃধার্য করবেন। প্রয়োজনে এরূপ আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি ৩০ দিনের মধ্যে কমিশনারের নিকট আপীল আবেদন দাযের করতে পারবেন।
আর বিভাগীয় কমিশনারের ব্যবস্থা করার জন্য দরখাস্ত করতে পারেন এবং এক্ষেত্রে বোর্ডের আদেশই চূড়ান্ত বলে গণ্য করা হবে। অত্র ধারামতে খাজনা পুনঃধার্যের পরে পরবর্তী কৃষি বৎসরের (বাংলা সন) প্রথম হতে উহা যথারীতি পরিশোধ করতে হবে।
সূত্র: বাংলাদেশের উপজাতিদের আইন- রামকান্ত সিংহ, ২০০৩
সৌজন্যে: প্যান লোকালাইজেশন প্রোজেক্ট