রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা

কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

 

মঙ্গলবার, মার্চ ৮, ২০০৫

 

বাংলাদেশ জাতীয় সংসদ

ঢাকা, ২৪শে ফাল্গুন, ১৪১১/৮ই মার্চ, ২০০৫

 

    সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি ২৪শে ফাল্গুন, ১৪১১ মোতাবেক ৮ই মার্চ, ২০০৫ তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করিয়াছে এবং এতদ্বারা এই আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা যাইতেছে :¾

    ২০০৫ সনের ৯ নং আইন

    The Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

    যেহেতু, নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে The Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974)এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

    সেহেতু, এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :¾

 

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। (১) এই আইন The Muslim Marraiages and Divorces (Registration) (Amendment) Act, 2005 নামে অভিহিত হইবে।

    (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

 

২। Act No. LII of 1974 এর section 5 এর সংশোধন। The Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর section 5 এর পরিবর্তে নিম্নরূপ section 5 প্রতিস্থাপিত হইবে, যথা :¾

"5. Solemnization of a marriage to be reported and registred.¾ (1) Where a marriage is solemnized by the Nikah Registrar himself, he shall register the marriage at once

    (2) Where a marriage is solemnized by a person other than the Nikah Registrar, the bridegroom of the marraiage shall report it to the concerned Nikah Registrar within thirty days from the date of such solemnization.

    (3) Where solemnization of a marriage is reported to a Nikah Registrar under sub-section (2), he shall register the marriage at once.

    (4) A person who contravenes any provision of this section commits an offence and he shall be liable to be punished with simple imprisonment for a term which may extend to two years or with fine which may extend to three thousand taka, or with both.

 

Act No. LII of 1974 এ নূতন section 5A এর সন্নিবেশ।¾ উক্ত Act এর section 5 এর পর নিম্নরূপ নূতন section 5A সন্নিবেশিত হইবে, যথা :¾

    "5A. Jurisdiction under this Act. Notwithstanding anything contained in the Code of Criminal Procedure. 1898 (Act No. V of 1898) an offence under this Act shall be triable by a Magistrate of the first class".

 

ড. মো. ওমর ফারুক খান

সচিব

 

সৌজন্যে: প্যান লোকালাইজেশন প্রোজেক্ট