রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ             গেজেট

 

অতিরিক্ত সংখ্যা

কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

 

 

মঙ্গলবার, মে ১১, ২০০৪

 

 

বাংলাদেশ জাতীয় সংসদ

ঢাকা, ২৮ বৈশাখ,, ১৪১০/১১ই মে, ২০০৪

 

    সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি ২৮শে বৈশাখ, ১৪১১ মোতাবেক ১১ই মে, ২০০৪ তারিখে রাষ্ট্রপতির সম্মতিলাভ করিয়াছে এবং এতদ্বারা এই আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা যাইতেছে :¾

 

    ২০০৪ সনের ১৩ নং আইন

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (১৯৯০ সনের ২০নং আইন) এর অধিকতর

    সংশোধনকল্পে প্রণীত আইন

 

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (১৯৯০ সনের ২০ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :

 

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন।¾ (১) এই আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০৪ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

 

২। ১৯৯০ সনের ২০ নং আইনের ধারা ২ এর সংশোধন।¾ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (১৯৯০ সনের ২০নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর¾

(ক) দফা (খ) এর "পাঁচ শতাংশের" শব্দগুলির স্থলে "০.৫% (দশমিক পাঁচ শতাংশ) এর" সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

 

 

সৌজন্যে: প্যান লোকালাইজেশন প্রোজেক্ট