রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট

 

অতিরিক্ত সংখ্যা

কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

 

মঙ্গলবান, মার্চ ৩০, ২০০৪

 

বাংলাদেশ জাতীয় সংসদ

ঢাকা, ১৬ই চৈত্র, ১৪১০/৩০শে মার্চ, ২০০৪

 

    সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি ১৬ই চৈত্র, ১৪১০ মোতাবেক ৩০শে মার্চ, ২০০৪ তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করিয়াছে এবং এতদ্বারা এই আইনটি সর্বসাধারণের অবগিতর জন্য প্রকাশ করা যাইতেছে :¾

 

    ২০০৪ সনের ১১ নং আইন

    অর্থঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮ নং আইন) এর সংশোধনকল্পে প্রণীত আইন

 

    যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে অর্থঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

    সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :¾

 

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। (১) এই আইন অর্থঋণ আদালত (সংশোধন) আইন, ২০০৪ মনামে অভিহিত হইবে।

    (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

 

২। ২০০৩ সনের ৮নং আইনের ধারা ২ এর সংশোধন।¾ অর্থঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (ক) এর¾

(ক) ক্রমিক নং (৬) এর "P.O. No. 28" অক্ষর, চিহ্নসমূহ, শব্দ ও সংখ্যার পরিবর্তে "P.O. No. 128" অক্ষর, চিহ্নসমূহ, শব্দ ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(খ) ক্রমিক নং (৭) "1973" সংখ্যার পরিবর্তে "1972" সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(গ) ক্রমিক নং ৯১৭) এর শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন ক্রমিক নং (১৮) সন্নিবেশিত হইবে, যথা :¾

"(১৮) কোন আইনের অধীন প্রতিষ্ঠিত কোন ব্যাংক।"।

 

৩। ২০০৩ সনের ৮নং আইনের ধারা ৫ এর সংশোধন।¾ উক্ত আইনের ধারা ৫ এর উপ-ধারা (৫) এর শর্তাংশের "৫০,০০০.০০ টাকার (পঞ্চাশ হাজার টাকা)" সংখ্যা, কমা, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে "৫,০০,০০০.০০ টাকার (পাঁচ লক্ষ টাকা)" সংখ্যা, কমা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

 

৪। ২০০৩ সনের ৮নং আইনের ধারা ১২ এর সংশোধন।¾ উক্ত আইনের ধারা ১২ এর উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৫) এবং (৫ক) প্রতিস্থাপিত হইবে, যথা :¾

"(৫) কোন আর্থিক প্রতিষ্ঠান, যদি উহার অনুকূলে উপ-ধারা (৩) এর অধীন বন্ধকি বা দায়বদ্ধ কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য এই ধারার অধীন গৃহীত কার্যক্রমের সুবিধার্থে অনুরূপ স্থাবর বা অস্থাবর সম্পত্তির দখল ও নিয়ন্ত্রণ বিক্রয়ের পূর্বে বা পরে বিবাদী বা ঋণ-প্রহীতা হইতে নিজ দখল বা নিয়ন্ত্রণে সমর্পিত হওয়া অথবা, ক্ষেত্রমত, ক্রেতার অনুকূলে সমর্পণ করা প্রয়োজন মনে করে, তাহা হইলে উক্ত আর্থিক প্রতিষ্ঠান লিখিতভাবে অনুরোধ করিলে বিবাদী বা ঋণ-গ্রহীতা অনুরূপ দখল অবিলম্বে আর্থিক প্রতিষ্ঠান বা, ক্ষেত্রমত, ক্রেতার অনুকূলে সমর্পণ করিবে।

(৫ক) উপ-ধারা এর অধীন লিখিতভাবে অনুরোধ করা সত্ত্বেও যদি বিবাদী বা ঋণ-গ্রহীতা উক্ত উপ-ধারায় উল্লিখিত সম্পত্তির দখল ও নিয়ন্ত্রণ আর্থিক প্রতিষ্ঠান বা, ক্ষেত্রমত, ক্রেতার অনুকূলে সমর্পণ না করিয়া থাকেন, তাহা হইলে আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানীয় অধিক্ষেত্রের জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট দরখাস্ত করিয়া উক্ত সম্পত্তির দখল ও নিয়ন্ত্রণ বিবাদী বা ঋণ-গ্রহীতা হইতে উহার অনুকূলে বা, ক্ষেত্রমত, ক্রেতার অনুকূলে সমর্পণ করিতে অনুরোধ করিতে পারিবে; এবং অনুরূপভাবে অনুরূদ্ধ হইলে জেলা ম্যাজিষ্ট্রেট কিংবা তাহার মনোনীত প্রথম শ্রেণীর কোন ম্যাজিষ্ট্রেট, উক্ত সম্পত্তি আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত ঋণের বিপরীতে বন্ধক বা দায়বদ্ধ থাকার বিষয়ে সন্তুষ্ট হওয়া সাপেক্ষে, উহার দখল ও নিয়ন্ত্রণ বিবাদী বা ঋণ-গ্রহীতা হইতে উদ্ধার করিয়া আর্থিক প্রতিষ্ঠান অথবা, ক্ষেত্রেমত, আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ হইতে ক্রেতার অনুকূলে সমর্পণ করিবেন।"

 

খন্দকার ফজলুর রহমান

সচিব।

 

 

সৌজন্যে: প্যান লোকালাইজেশন প্রোজেক্ট