http://www.pallitathya.org
ইউনিকোড
সাপোর্টেড বাংলা ওয়েবসাইট পল্লীকথা। এই ওয়েবসাইটটি কেবলমাত্র প্রযুক্তিজগতে
বাংলার অংশগ্রহণের ব্যাপারটিকে উত্সাহিতই করছে না বরং গুরুত্বপূর্ণ তথ্য
সরবরাহ করার জন্যও বেশ সমাদৃত হবে বলেই আমাদের বিশ্বাস। গ্রামীন মানুষের
ভাগ্যোন্নয়নের মহত্ উদ্দশ্য নিয়ে নির্মিত বিশাল এই ওয়েবসাইটির তথ্যসমূহকে
প্রধানত এগারটি (১১) বিভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয়েছে। বিষয় ভিত্তিক এই
বিভাগ সমূহ গুলো হলো: কৃষি, স্বাস্থ্য, আইন, শিক্ষা, অকৃষিজাত পণ্য, সচেতনতা,
বাজার তথ্য লাগসই প্রযুক্তি, পল্লি উপাত্ত, পল্লী কর্ম সংস্থান এবং মানচিত্র।
সম্পূর্ণ সাইটটিকে একনজরে দেখতে চাইলে আপনাকে ক্লিক করতে হবে এই “এক নজরে
পল্লীতথ্য” লিংকটিতে। তাহলেই আপনি জেনে যাবেন সর্বোচ্চ চারস্তর নেভিগেশনের
মাধ্যমে পল্লীতথ্য আপনাকে আপনার মূল্যবান তথ্য প্রদান করছে নিরলসভাবে। আপনার
কাঙ্খিত তথ্যটি পেতে আপনাকে কেবল যুতসই লিংকটিতে মাউস ক্লিক করতে হবে। যেমন
আপনি যদি, ধানের বিশেষ কোন জাত সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তবে আপনি এই
পেইজের এই বিভিন্ন প্রকার ধান লিংকটিতেই ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্য পেয়ে
যাবেন অথবা আপনি হোম পেইজের কৃষি আইকোন এ ক্লিক করে কৃষি পেইজ থেকে ফসল পেইজ
হয়ে ধান লিংকটিতে ক্লিক করলেও বিভিন্ন প্রকার ধান লিংকটির সন্ধান পেতে পারেন।
এখন আপনার স্বাচ্ছন্দের উপর ভিত্তি করে আপনি পচ্ছন্দ করে নিবেন কি উপায়ে এই
সাইটটি ব্রউজ করবেন। ধান পেইজে আরো রয়েছে চাষাবাদ পদ্ধতি, উন্নত পদ্ধতি,
পোকা-মাকড়, রোগবালাই, আগাছা এবং উপকারী পোকা সংক্রান্ত লিংক। লিংকগুলোর নামই
বলে দিচ্ছে এর অধীনে কি ধরনের তথ্য আপনি পেতে পারেন। সে অর্থেও এই সাইটটির
উপযোগীতার কথা উল্লেখ করার মতো। এমনি ভাবে আপনি একে একে পাট, পান, গম, আলু,
মিষ্টি আলু ইত্যাদি ফসলের যাবতীয় তথ্য ও উপাত্ত পেয়ে যাবেন এই সাইটের কল্যাণে।
এছাড়াও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্যও এই সাইটের রয়েছে স্বাস্থ্য বিষয়ক
তথ্যাদি যা সংগত কারনেই স্বাস্থ্য বিভাগের অধীনে গচ্ছিত রাখা হয়েছে। বিভিন্ন
ধরনের রোগ, রোগের লক্ষণ, প্রাথমিক চিকিত্সা থেকে শুরু করে হাসপাতালের তথ্যও
সন্নিবেশিত হয়েছে এই সাইটটিতে। তা’ছাড়াও স্বাস্থ্য সচেতনতা নামক একটি বিশেষ
লিংক রাখা হয়েছে এখানে। তবে সচেতনতা বিভাগের অধীনে কেবল মহামারির আকার ধারণ
করতে পারে এমন রোগশোকই রাখা হয়নি বরং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ, পাচার এর
মতো জাতীয় সমস্যা সংক্রান্ত বিষয়ে গনজাগরণ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা
ধরণের সহায়ক তথ্য রেখে এই সাইটের পরিচালনাকারীরা তাদের দায়িত্ববোধের পরিচয়
রেখেছেন সাফল্যের সাথে।
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারের বাজার দর জানা যাবে এই বাজার দর বিভাগ থেকে।
এই বাজার দর এক দিকে ভোক্তা এবং অন্যদিকে উত্পাদনকারীকে সাহায্যকরবে
নানাভাবে। সেই সাথে শিক্ষার্থীরাও জেনে নিতে পারবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে
ভর্তি বিষয়ক নান তথ্য এই শিক্ষা লিংকটির মাধ্যমে।
তবে এই সাইটটির ডিজাইন মোটেও চিত্ত্বকর্ষক নয় এবং কোন কোন ক্ষেত্রে আরো সহজবোধ্য
করা যেত বলেই মনে হয়েছে। যেমন হোম পেইজের পরে অন্য পেইজগুলোতে যে আইকোন
ব্যবহার করা হয়েছে নেভিগেশনের জন্য সেগুলোতে মাউস কারসর ধরলে টেক্সট মেসেজ
দেখানো যেতে পারতো যাতে একজন ব্যবহারকারী খুব সহজেই বুঝতে পারতো আইকোন টিতে
ক্লিক করলে কোন পেইজে যাওয়া যাবে যদিও আইকোনগুলোর ইমেজের মাধ্যমে তা বুঝানোর
চেষ্টা করা হয়েছে কিন্তু তা মোটেও একজন ব্যবহারকারীর জন্য খুব একটা সুবিধা
বয়ে আনবে বলে মনে হয় না। আরেকটি ব্যাপার সামঞ্জস্যহীন হয়েছে; কোন কোন পেইজে
বাম দিকে নেভিগেশন প্যানেল রাখা হয়েছে আবার কোন কোন পেইজে রাখা হয়নি। এক কথায়
বলা যায় একটি আদর্শ ওয়েব সাইটের যে প্রধান বৈশিষ্ট্য অর্থ্যাত্ যেকোন পেইজ
থেকে যেকোন পেইজে যাওয়ার সহজ ব্যবস্থা রাখা এটি এখানে তেমন একটা অনসুরণ করা
হয়নি।
এই ধরনের ডিজাইন সংক্রান্ত
সমস্যা ব্যতিরেকে আমরা বলতে পারি বাংলাদেশের যেকোন মানুষের জন্য অত্যন্ত
কার্যকরি এই ওয়েব সাইটটি প্রযুক্তিতে বাংলার অংশগ্রহণের এক উজ্জল দিনের
ইঙ্গিত বহন করছে।